Gujarat Shocker: দায়িত্ব নিতে অক্ষম, জন্ম দিয়েই নবজাতকে হত্যা নাবালিকা মায়ের  

দায়িত্ব নিতে অক্ষম তাই জন্ম দিয়েই নবজাতকে হত্যা করলেন নাবালিকা মা। সদ্যজাত শিশুর মৃতদেহ ফেলে দিয়ে গেল আবর্জনায়। মঙ্গলবার সকালে এলাকাবাসীর নজরে আসে ওই মৃত পরিত্যক্ত শিশু। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় তারা। পুলিশ এসে তদন্ত শুরু করতেই উঠে আসে সত্য (Gujarat Shocker)। ‘কোনও মৃত্যু, গুরুতর চোট নেই আমাদের সেনার’, ভারত, চিনের মুখোমুখি সংঘর্ষ নিয়ে বিবৃতি রাজনাথের

 

এদিন ভোর রাতে সন্তানের জন্ম দেয় গুজরাট (Gujarat) সুরাতের (Surat) এক নাবালিকা। জন্মের কয়েক ঘণ্টার পরেই সদ্যজাতকে ফেলে দিয়ে যায় এলাকার এক ডাস্টবিনে। সিসিটিভি ফুটেজ দেখে নাবালিকাকে চিহ্নিত করে পুলিশ। এরপর তাকে জেরা করতেই নিজের অপরাধ স্বীকার করে নেয় নাবালিকা। জানায়, প্রেমিকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে অন্তঃসত্ত্বা হয়েছি সে। কিন্তু পরিবার, সমাজের ভয়ে সদ্যজাতকে হত্যা করতে বাধ্য হয়েছে সে।