BJP's Pradipsinh Vaghela: পদত্যাগ, গুজরাট সাধারণ সম্পাদক পদে ইস্তফা প্রদীপসিংহ ভাঘেলার
প্রদীপসিংহ গুজরাট সাধারণ সম্পাদক পদে ইস্তফা দেওয়ার পর থেকেই লোকসভা ভোটের আগে তাঁর অন্যদলে যোগ দেওয়া নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলের একাংশের মধ্যে।
আহমেদাবাদ, ৫ অগাস্টঃ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ছয় মাস পরেই লোকসভা ভোটের দামামা বেজে উঠবে। ভোটের আগে বিজেপি (BJP) হটাও অভিযানে একত্রিত হয়েছে বিরোধী দলগুলো। ২৬টি বিজেপি বিরোধী দল মিলে তৈরি করেছে 'ইন্ডিয়া' (I.N.D.IA) জোট। যাতে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, আম আদমি পার্টির মত বড় দলগুলি একজোট হয়েছে। তবে চব্বিশের এর লোকসভা ভোটের আগে গুজরাট সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি নেতা প্রদীপসিংহ ভাঘেলা ( Pradipsinh Vaghela)। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে আগে ভাঘেলার আচমকা পদত্যাগ দ্বন্দ্ব ফেলেছে বিজেপিকে।
শনিবার সাধারণ সম্পাদকের পদ থেকে ভাঘেলার সরে দাঁড়ানোর (Gujarat General Secretary Pradipsinh Vaghela Steps Down) কথা জানিয়েছেন বিজেপির কর্মকর্তারা। নিজের পদত্যাগের সময়ে তিনি জানান,'কিছু দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে'। প্রদীপসিংহ গুজরাট সাধারণ সম্পাদক পদে ইস্তফা দেওয়ার পর থেকেই লোকসভা ভোটের আগে তাঁর অন্যদলে যোগ দেওয়া নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলের একাংশের মধ্যে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১০ অগাস্ট রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্ত করা হয়েছিল প্রদীপসিংহ ভাঘেলাকে। একজন ছাত্র নেতা হিসাবে তিনি তাঁর রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। ছাত্র সংগঠন এবিভিপিতেও সক্রিয় ছিলেন। সেখান থেকে বিজেপির যুব নেতা। এবং পরিবর্তীকালে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক।