G 20 Summit: দিল্লিতে জি ২০ সম্মেলন 'বানচাল' করুন কাশ্মিরী মুসলিমরা, ডাক খালিস্তানপন্থীদের

আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর জি ২০ সম্মেলন হতে চলেছে দিল্লিতে। যে উপলক্ষ্য়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা হাজির হবেন দিল্লিতে। ওই সময়ই অসান্ত তৈরি করে জি ২০ সম্মেলন অসফল করার ডাক দেয় খালিস্তানপন্থীরা।

G 20 Summit (Photo Credit: Twitter)

দিল্লি, ৪ সেপ্টেম্বর: সেপ্টেম্বর থেকে দিল্লিতে যে জি ২০ সম্মেলন হতে চলেছে, তা যাতে নষ্ট করেন কাশ্মিরী মুসলিমরা, তেমন ডাক দিল খালিস্তানপন্থীরা। দিল্লিতে ৭ সেপ্টেম্বর থেকে হতে চলা জি ২০ সম্মেলনকে কোনওভাবে সফল হতে যাতে না দেন কাশ্মিরী মুসলিমরা, এবার সেই ডাক দিল খালিস্তানপন্থীরা। আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর জি ২০ সম্মেলন হতে চলেছে দিল্লিতে। যে উপলক্ষ্য়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা হাজির হবেন দিল্লিতে। ওই সময়ই অসান্ত তৈরি করে জি ২০ সম্মেলন অসফল করার ডাক দেয় খালিস্তানপন্থীরা।

আরও পড়ুন: G20 Summit: জি ২০ সম্মলনে থাকছেন না চিনের প্রেসিডেন্ট, 'হতাশ' জো বাইডেন

খালিস্তানপন্থী গুরপাতওয়ান্ত সিং পান্নুন সম্প্রতি বলতে শুরু করে, দিল্লির প্রগতি ময়দান যেখানে  জি ২০ সম্মেলন হওয়ার কথা, সেখান যেন সবাই মিছিল করে যান। পাশাপাশি দিল্লি বিমানবন্দরেও যাতে খালিস্তানি পতাকা তোলা হয়, তার ডাক দেয় পান্নুন। যা প্রকাশ্যে আসতেই কড়া নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয় গোটা দিল্লি।