Bharat Bandh Today Latest Updates: কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতায় মঙ্গলবার ভারত বনধ

আজ মঙ্গলবার ৮ ডিসেম্বর দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছেন কৃষকরা। এই ভারত বনধের (Bharat bandh) নেপথ্যে রয়েছে সাম্প্রতিক কালে গৃহীত তিন কৃষি আইন। মূলত এই তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই ১৩ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। ওই একই দাবিতেই আজ ভারতজুড়ে বনধ ডাকা হয়েছে। তবে, সাধারণ মানুষের সমস্যা তৈরি না করেই বনধ পালিত হবে বলে জানিয়েছে ভারতীয় কিসান সংগঠন। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চাক্কা জ্যামও চলবে। বিজেপি-বিরোধী দলগুলি ইতিমধ্যেই কৃষকদের সমর্থনে এগিয়ে এসেছে। কিন্তু বনধ চলাকালীন কোনও রাজনৈতিক দলকেই মঞ্চে ওঠার অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষকরা।

কৃষক আন্দোলনPhoto Credits: ANI)

নতুন দিল্লি, ৮ ডিসেম্বর: আজ মঙ্গলবার ৮ ডিসেম্বর দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছেন কৃষকরা। এই ভারত বনধের (Bharat bandh) নেপথ্যে রয়েছে সাম্প্রতিক কালে গৃহীত তিন কৃষি আইন। মূলত এই তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই ১৩ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। ওই একই দাবিতেই আজ ভারতজুড়ে বনধ ডাকা হয়েছে। তবে, সাধারণ মানুষের সমস্যা তৈরি না করেই বনধ পালিত হবে বলে জানিয়েছে ভারতীয় কিসান সংগঠন। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চাক্কা জ্যামও চলবে। বিজেপি-বিরোধী দলগুলি ইতিমধ্যেই কৃষকদের সমর্থনে এগিয়ে এসেছে। কিন্তু বনধ চলাকালীন কোনও রাজনৈতিক দলকেই মঞ্চে ওঠার অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষকরা। আরও পড়ুন-North Bengal Bandh: পুলিশের লাঠির ঘায়ে বিজেপি কর্মী সমর্থকের মৃত্যুর অভিযোগে ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধ ডাকল বিজেপি