Mohan Bhagwat: ‘ধর্ম যাইহোক না কেন হিন্দু মুসলিম এক’, মোহন ভাগবত
ধর্মের ঊর্ধ্বে গিয়ে প্রত্যেক ভারতীয়র ডিএনএ একই৷ গাজিয়াবাদের এক অনুষ্ঠানমঞ্চ থেকে এই বার্তাই দিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত৷ তিনি বলেন, “হিন্দু মুসলিম ঐক্য ভুলকথা৷ কারণ হিন্দু মুসলিম অভিন্ন৷ ধর্ম আলাদা হলেও আমরা সবাই ভারতীয় এবং আমাদের DNA এক৷
নতুন দিল্লি, ৫ জুলাই: ধর্মের ঊর্ধ্বে গিয়ে প্রত্যেক ভারতীয়র ডিএনএ একই৷ গাজিয়াবাদের এক অনুষ্ঠানমঞ্চ থেকে এই বার্তাই দিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত৷ তিনি বলেন, “হিন্দু মুসলিম ঐক্য ভুলকথা৷ কারণ হিন্দু মুসলিম অভিন্ন৷ ধর্ম আলাদা হলেও আমরা সবাই ভারতীয় এবং আমাদের DNA এক৷ যদি কোনও হিন্দু কোনও মুসলিমকে দেশ ছাড়া করতে চান তবে তিনিও হিন্দু হওয়ার যোগ্য নন৷” রবিবার গাজিয়াবাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আয়োজিত “হিন্দুস্তানি ফার্স্ট হিন্দুস্তান ফার্স্ট” অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মোহন ভাগবত৷ সেখানে খাজা ইফতিকার আহমেদের, 'The Meeting of Minds: A Bridging Initiative' বই উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান বইটি হিন্দু, উর্দু, ইংরেজি তিন ভাষাতেই পাওয়া যাবে৷ আরও পড়ুন-West Bengal Monsoon: নিম্নচাপ ও মৌসুমি বায়ুর জোড়া ফলা, বৃষ্টিতে ভিজবে রাজ্য
এই অনুষ্ঠানে গণপিটুনির বিরুদ্ধে সরব হন তিনি৷ তবে মিথ্যে গণপিটুনির মামলা নিয়ে ঊষ্মা প্রকাশ করেন মোহন ভাগবত৷ একই সঙ্গে গো-হত্যা নিয়েও মুখ খুলেছেন তিনি৷ বলেন, বিনা বিচারে হত্যা হিন্দুত্ব আদর্শ বিরোধী। গোরু পবিত্র প্রাণী। সেক্ষেত্রে আইন রয়েছে। পক্ষপাতিত্বহীন ভাবে আইনেই বিচার হবে। যদিও বক্তব্যের শুরুতে ভোট রাজনীতিকে কটাক্ষ করতে ছাড়েননি আরএসএস প্রধান৷
তিনি যে দেশের মানুষের স্বার্থে, মানবিকতার স্বার্থে এই বক্তব্য রাখছেন, সেখানে কোনও রাজনীতির নামগন্ধ নেই৷ তা মনে করিয়ে দিতে ভোলেননি৷ তবে ভোট রাজনীতিই যে মূল কারণ তা আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দিকে তাকালে বিষয়টি একেবারে জলের মতো স্পষ্ট হয়ে যায়৷
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)