Rajnath Singh: রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, মন্তব্য রাজনাথ সিংয়ের
একদিকে যেমন ইজরায়েল ও প্যালেস্তাইনের যুদ্ধ অব্যাহত, তেমনই অন্যদিকে রাশিয়া-ইউক্রেনের মধ্যেও যুদ্ধ চলছে।
একদিকে যেমন ইজরায়েল ও প্যালেস্তাইনের যুদ্ধ অব্যাহত, তেমনই অন্যদিকে রাশিয়া-ইউক্রেনের মধ্যেও যুদ্ধ চলছে। আর এই অবস্থায় আমেরিকা, চীনের মতো দেশগুলিও কোনও না কোনও দেশের পক্ষ নিয়ে যুদ্ধরত দেশগুলির শক্তি বৃদ্ধি করছে। তবে এই অবস্থায় ভারতের অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে যেমন ইজরায়েল বা প্যালেস্তাইন দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রয়েছে। তেমনই রাশিয়া ও ইউক্রেন দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়েও পক্ষপাত করছে না ভারত। একদিকে পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে আবার জেলেনোস্কির সঙ্গেও সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী। ফলে প্রতিটি দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকার কারণে দ্বিপাক্ষিক সম্পর্কও যথেষ্ট ভালো রয়েছে।
এই নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও (Rajnath Singh) বৃহস্পতিবার বিশেষ বার্তা দিলেন। এদিন তরঙ্গ শক্তি নামে একটি অনুষ্ঠানে যোগ দিনে তিনি বলেন, "আমরা প্রতিনিয়ত বৈদেশিক বৈঠকের মাধ্যমে বাকি দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছি। তাঁদের সহযোগীতা একান্ত কাম্য। যখন অনান্য দেশগুলি একে অপরের সঙ্গে যুদ্ধ করতে ব্যস্ত, তখন ভারত সকলকে একত্রিত করে এগিয়ে যেতে চায়। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যদি শান্তি সমঝোতা হয়, তাহলে তারজন্য গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে একমাত্র ভারতের"।
একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন যে ভারত এখনকার রেডার, লাইট ওয়েটের যুদ্ধবিমান বা সেন্সর সহ অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জামের জন্য অন্য দেশের সাহায্যের অপেক্ষা করে না। কারণ এই সব ক্ষেত্রেই স্বনির্ভর হয়ে উঠেছে ভারত।