COVID-19: বাড়ল নিষেধাজ্ঞা, করোনা সংক্রমণে রাশ টানতে ৩০ জুন পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক বিমান
দিল্লি, ২৮ মে: আাগামী ৩০ জুন পর্যন্ত চলবে না কোনও আন্তর্জাতিক বিমান (International Flights)। ৩০ জুন পর্যন্ত যেমন ভারত থেকে কোনও আন্তর্জাতিক বিমান উড়বে না, তেমনি বিদেশ থেকেও কোনও বিমান এ দেশে প্রবেশ করবে না। কোভিডে(COVID 19) পরিস্থিতিতে রাশ টানতেই ফের নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। DGCA-এর তরফে শুক্রবার এমন সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
কোভিড মহামারীর (Pandemic) জেরে ২০২০ সালের ৩১ মার্চ থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেয় ভারত। ৩১ মার্চ থেকে ২০২১ সালের ৩১ মে পর্যন্ত ওই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানানো হয় প্রথমে। ৩১ মে-র আগেই এবার ফের ৩০ জুন পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করল DGCA।
আরও পড়ুন: Bihar: এক নাগাড়ে বৃষ্টি, জলে ভাসছে ওষুধ, জরুরি বিভাগ-সহ গোটা হাসপাতাল
উপযুক্ত সময়ে বেছে বেছে কয়েকটি রুটে ফের আন্তর্জাতিক বিমান চালানো হবে। তবে তা সময় সাপেক্ষ বলে জানানো হয়।
বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউয়ের (Corona Second Wave) জেরে কার্যত বিপর্যস্ত গোটা ভারত। দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক সহ গোটা দেশের করোনা পরিস্থিতি কার্যত ভয়াবহ।