Gaurav Bhatia On PM Modi: প্রধানমন্ত্রীর নেতৃত্বেই ভারত বিশ্বের নেতায় পরিণত হয়েছে, দাবি বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়ার

দেশের মধ্যে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী যখন তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রবল সমালোচনা করলেও বিশ্বের দরবারে মোদি নিজের স্থান যে অনেক উচুঁতে তুলে নিয়ে গেছেন এটা তাঁর সবথেকে বড় সমালোচকও আজ স্বীকার করছে।

Photo Credits: PTI

নয়াদিল্লি: দেশের মধ্যে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী যখন তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Indian Prime Minister Narendra Modi) প্রবল সমালোচনা করলেও বিশ্বের দরবারে মোদি নিজের স্থান যে অনেক উচুঁতে তুলে নিয়ে গেছেন এটা তাঁর সবথেকে বড় সমালোচকও আজ স্বীকার করছে। বৃহস্পতিবার সেকথা উল্লেখ করে নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করতে দেখা গেল বিজেপির সর্বভারতীয় মুখপাত্র গৌরব ভাটিয়াকে (BJP spokesperson Gaurav Bhatia)।

এপ্রসঙ্গে বিদেশের বিভিন্ন রাষ্ট্রনায়কদের (World leaders) নানা সময়ে করা মন্তব্যের উদাহরণ দিয়ে তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (US President Joe Biden) ২০টি দেশের নেতাদের সঙ্গে দেখা করে ৪০টি বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আমাদের দেশ আজ বিশ্বের নেতায় (polestar of the world) পরিণত হয়েছে। আমরা দেখেছি আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন প্রধানমন্ত্রী মোদির অটোগ্রাফ (autograph) চাইছেন আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী (Australian PM) আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্য়েই বস (boss) বলে ডাকছেন। ভারতের প্রতিটি নাগরিকের জন্য এটা খুবই গর্বের মুহূর্ত যখন আমরা দেখছি প্রধানমন্ত্রী মোদিকে পাপুয়া নিউ গিনি (Papua New Guinea) ও ফিজি (Fiji) তাদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান (highest civilian award) দিচ্ছে।" আরও পড়ুন: Tamil Nadu Road Accident: যাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের জোর ধাক্কা, আহত অন্ততপক্ষে ৩০