Bihar: দুই খুদে সন্তানকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ মায়ের বিরুদ্ধে
নিজের ৮ বছর এবং ২ বছরের শিশু কন্যাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। মহিলার এমন কাণ্ডের পিছনে কী কারণ রয়েছে তা এখনও পুলিশের অজানা।
পাটনা, ২২ জুনঃ দুই মেয়েকে জ্যান্ত জ্বালিয়ে মারার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যেবেলা বিহারের (Bihar) নবদা জেলার দুধেলি গ্রামে ঘটেছে সেই নৃশংস ঘটনা। নিজের ৮ বছর এবং ২ বছরের শিশু কন্যাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। মহিলার এমন কাণ্ডের পিছনে কী কারণ রয়েছে তা এখনও পুলিশের অজানা।
আরও পড়ুনঃ আবাসনের মাঠে মিলল প্লাস্টিকে মোড়া শিশুর মৃতদেহ, চাঞ্চল্য হায়দরাবাদে
ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, দুধেলি গ্রামের ওই বাড়িতে দুই মেয়ের পুড়ে মৃত্যু হওয়ার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় তাঁদের টিম। ঘরের ভিতরে ধুকতেই তাঁরা দেখেন, অগ্নিদগ্ধ দুই মেয়ের দেহ বিছনার উপরে পড়ে রয়েছে। বাড়ি তল্লাশি চালিয়ে দেখা যায়, রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের পাইপ গ্যাসের মুখ থেকে খোলা রয়েছে। ঘটনায় চোট পেয়েছেন মৃত দুই শিশুর মাও। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আরও পড়ুনঃ চলন্ত ট্রেনের মধ্যে মহিলার শাড়ি খুলে ধর্ষণের চেষ্টা, প্রতিবাদ করায় চরম ভোগান্তি
প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহের তীর যাচ্ছে মহিলার দিকেই। নিজের দুই মেয়েকে খুন করতে চেয়েছিলেন মা, অনুমান পুলিশের। দুই সন্তানকে পুড়িয়ে মারার সময়ে কোনভাবে মহিলার হাতে আগুন লেগে যায়। মৃত দুই মেয়ের ময়নাতন্দন্তের রিপোর্ট না দেখা অবধি নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না পুলিশ।