Bihar: বিয়ের অনুষ্ঠানে রক্তারক্তি কাণ্ড, গান বাজানো নিয়ে বিবাদের জেরে যুবকের পেটে ছুরি ঢুকিয়ে খুন
বিয়ের অনুষ্ঠানে কার পছন্দের গান বাজবে, সেই নিয়ে বিবাদের জেরে এক নাবালকের নৃশংস মৃত্যু। আহত আরও এক।
পাটনা, ২৮ এপ্রিলঃ বিয়ের অনুষ্ঠানে কার পছন্দের গান বাজবে, সেই নিয়ে বিবাদের জেরে এক নাবালকের নৃশংস মৃত্যু। আহত আরও এক। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) কাতিহারে। বৃহস্পতিবার রাতে এক বিয়ের অনুষ্ঠানে গান বাজনায় মেতে উঠেছিলেন উপস্থিত অতিথিরা। এমন সময়ে গান নিয়ে বিবাদে জড়ান কয়েকজন যুবক। বিয়ের অনুষ্ঠানের মধ্যে তাঁদের বচসা ক্রমেই ঊর্ধ্বগগণে ওঠে। তর্কাতর্কি, হাতাহাতি চলাকালীন এক যুবকের পেটে ছুরি ঢুকিয়ে দেন অপর এক ব্যক্তি। বিয়ের অনুষ্ঠানে রক্তারক্তি কাণ্ড। যুবককে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে আহত নাবালকের।
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে, বিয়ের অনুষ্ঠানে ওই নাবালকের পেটে ছুরি ঢুকিয়ে চম্পট দেয় অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়, বিয়ের অনুষ্ঠানে গান বাজনো নিয়ে বচসায় জড়ায় কিছু যুবক। তাঁদের বচসা ক্রমেই বাড়তে থাকে। এমন সময়ে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি নাবালকের পেটে ছুরি ঢুকিয়ে পালিয়ে যান।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় আহত হয়েছে আরও এক যুবক। তাঁর চিকিৎসা চলছে হাসপাতালে। যদিও সে এখন বিপদ্মুক্ত। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।