Bihar: মায়ের সঙ্গে মহরমের অনুষ্ঠান দেখতে এসে গণধর্ষণের শিকার নাবালিকা
মহরমের আনন্দ উৎসবে হৈ হুল্লোড়ের মাঝে ধর্ষিতা নাবালিকার কাতর চিৎকার কারুর কানে পৌছয়নি।
মহরমের (Muharram 2023) অনুষ্ঠানের মাঝে ঘটে গেল জঘন্য ঘটনা। গণধর্ষণের শিকার হল এক নাবালিকা। বিহারের আরারিয়া জেলায় নাবালিকা ধর্ষণের ঘটনাটি ঘটে। ২৮ জুলাই আরারিয়ার ফরবিশগঞ্জ থানা এলাকায় মহরমের অনুষ্ঠানের মাঝে ভিড়ের সুযোগ নিয়ে ১৭ বছরের মেয়েটিকে অপহরণ করে দুই ব্যক্তি। নির্জন এলাকায় নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখেই পালিয়ে যায় অভিযুক্তরা। মহরমের আনন্দ উৎসবে হৈ হুল্লোড়ের মাঝে ধর্ষিতা নাবালিকার কাতর চিৎকার কারুর কানে পৌছয়নি।
আরও পড়ুনঃ ধর্ষণের শাস্তি, অভিযুক্তের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল মধ্যপ্রদেশ প্রশাসন
ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে মায়ের সঙ্গে বাড়ির পাশে মহরম খেলা ও তাজিয়া দেখতে গিয়েছিল নির্যাতিতা। মহরমের কোলাহলে চারিদিক থিকথিক করছে। জনসমুদ্র থেকে নাবালিকা মেয়েকে হাত ধরে টেনে নিয়ে যায় দুই ব্যক্তি। কিছুটা দূরে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে একে একে তাঁকে ধর্ষণ করে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুই অভিযুক্ত। জ্ঞান হারিয়ে মাঠেই পড়ে থাকে সে। মহরমের জমজমাটি অনুষ্ঠানের মাঝে আচমকা মা লক্ষ্য করেন তাঁর মেয়ে পাশে নেই। বাড়ি চলে গিয়েছে অনুমান করে তিনি নিজেও বাড়ি ফিরে আসেন। কিন্তু এসে জানতে পারেন মেয়ে এখনও বাড়িতে ফেরেনি। রাত ক্রমশ গভীর হতে থাকে। নিখোঁজ মেয়ের খোঁজাখুঁজি শুরু করে পরিবার এবং প্রতিবেশী।
বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ফাঁকা মাঠে অজ্ঞান অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখে পরিবার। ধর্ষিতা মেয়েকে দেখে পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। মেয়েকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। খবর দেওয়া হয় পুলিশে। মহরমের অনুষ্ঠানের মাঝে নাবালিকা ধর্ষণকাণ্ডে পুলিশ গ্রেফতার করেছে দুই অভিযুক্তকে। অভিযুক্ত মোহাম্মদ আশফাক ও মোহাম্মদ মমতাজকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।