Bihar: দু-ইঞ্চি জমি নিয়ে বিবাদের জেরে নিজের দাদাকে খুন করে পলাতক ভাই

রক্তাক্ত স্বামীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন নাসিমের স্ত্রী। দেওরের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন মৃতের স্ত্রী।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

পাটনা, ৪ এপ্রিলঃ জমি নিয়ে বিবাদের জেরে নিজের দাদাকেই খুন করলেন এক ব্যক্তি। রবিবার রাতে বিহারের কৃষ্ণগঞ্জ জেলার ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

পুলিশ সূত্রে খবর, দুই ভাই নাসিম আলম এবং নৌসদ আলমের মধ্যে দু ইঞ্চির একটি জমি নিয়ে বিবাদ ছিল। সেই বিবাদের আগুন মাঝে মধ্যেই তাঁদের মধ্যে জ্বলে উঠত। রবিবার সকাল থেকেই ওই দু ইঞ্চির জমি দিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। দুই ভাইয়ের বাকযুদ্ধে গ্রামবাসীরা এসে শান্ত করে তাঁদের। এরপর যে যার মত কাজে বেরিয়ে যান নাসিম এবং নৌসদ। সন্ধ্যাবেলা বাড়ি ফিয়ে দাদাকে খুন করেন নৌসদ।

আরও পড়ুনঃ বচসার জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, সুইমিং পুলে রক্তাক্ত দেহ

বাড়ি ফিরে ধারালো অস্ত্র দিয়ে দাদার উপর হামলা করতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৪২ বছরের নাসিম আমল। দাদাকে খুন করে রবিবার রাতেই গ্রাম ছেড়ে পালায় নৌসদ। এদিকে পরের দিন সকালে রক্তাক্ত স্বামীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন নাসিমের স্ত্রী। দেওরের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন মৃতের স্ত্রী। পলাতক নৌসদ আলমের খোঁজ চালাচ্ছে পুলিশ।