Bengaluru Shocker: ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে ধর্ষণ, গ্রেপ্তার পাষণ্ড বাবা
ঘুমের ওষুধ খাইয়ে ১৯ বছরের মেয়েকে ধর্ষণ। বছর ৪০-এর বাবাকে (Bengaluru man) গ্রেপ্তার করল পুলিশ। গত ২৩ জুন বেঙ্গালুরুর হারালুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। এই ধর্ষণের ঘটনার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা। তিনি আত্মহননের চেষ্টাও করেন। ঠান্ডা লেগেছিল ওই কিশোরীর। বাবাই তাঁকে ওষুধ খেতে দেয়। পরের দিন সকালে ঘুম ভেঙেই কিশোরী বুঝতে পারেন তিনি ধর্ষিত হয়েছেন। বিছানায় পাশেই ঘুমোচ্ছে বাবা। গোটা ঘটনাটি বুঝতে অসুবিধা হয়নি তার। সঙ্গে সঙ্গেই সৎ মাকে বিষয়টি জানান নির্যাতিতা। তবে তিনি সহযোগিতা করতে অস্বীকার করলে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন ওই কিশোরী। ঠিক করেন, নিজের জীবনটাই দিয়ে দেবেন।
বেঙ্গালুরু, ২৯ জুন: ঘুমের ওষুধ খাইয়ে ১৯ বছরের মেয়েকে ধর্ষণ। বছর ৪০-এর বাবাকে (Bengaluru man) গ্রেপ্তার করল পুলিশ। গত ২৩ জুন বেঙ্গালুরুর হারালুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। এই ধর্ষণের ঘটনার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা। তিনি আত্মহননের চেষ্টাও করেন। ঠান্ডা লেগেছিল ওই কিশোরীর। বাবাই তাঁকে ওষুধ খেতে দেয়। পরের দিন সকালে ঘুম ভেঙেই কিশোরী বুঝতে পারেন তিনি ধর্ষিত হয়েছেন। বিছানায় পাশেই ঘুমোচ্ছে বাবা। গোটা ঘটনাটি বুঝতে অসুবিধা হয়নি তার। সঙ্গে সঙ্গেই সৎ মাকে বিষয়টি জানান নির্যাতিতা। তবে তিনি সহযোগিতা করতে অস্বীকার করলে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন ওই কিশোরী। ঠিক করেন, নিজের জীবনটাই দিয়ে দেবেন। আরও পড়ুন-COVID-19 Tally In India: একদিনে আক্রান্ত সর্বাধিক, ভারতে করোনাভাইরাস রোগীর সংখ্যা ৫ লক্ষ ৫০ হাজার ছুঁই ছুঁই
শেষপর্যন্ত বাথরুম পরিষ্কারের রাসায়নিক খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। রাসায়নিক খাওয়ার পর স্থানীয় বেলান্দুর থানায় গিয়ে গোটা ঘটনাটি জানান নির্যাতিতা। পুলিশ তড়িঘড়ি তাঁকে সেন্ট জন্স হাসপাতালে নিয়ে গেলে সেখানেই নির্যাতিতা অসুস্থ হয়ে পড়েন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নির্যাতিতার বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। নির্যাতিতার সুস্থ হওয়ার অপেক্ষা করছি। সৎ মায়ের বিরুদ্ধেও তদন্ত হবে।