Bangladesh Protest: শেখ হাসিনার C-130 With AJAX1431 নম্বরের কপ্টার নামল দিল্লি লাগোয়া হিন্দন এয়ারবেসে, দেখুন ভিডিয়ো

Sheikh Hasina.jpg (Photo Credit: Twitter)

C-130 With AJAX1431 নম্বরের কপ্টারে চেপে শেখ হাসিনা (Sheikh Hasina)কোথায় যাচ্ছেন, সে বিষয়ে সব সময় নজর রয়েছে ভারতের (India)। আগরতলা থেকে শেখ হাসিনা দিল্লিতে (Delhi) যেতে পারেন। তারপর দিল্লি থেকে লন্ডনের (London) দিকে মুজিব-কন্যা রওনা দিতে পারেন বলে শোনা যায়। এসবের মধ্যে এবার উত্তরপ্রদেশের হিন্দন এয়ারবেসে শেখ হাসিনার কপ্টার হাজির হয়েছে। সূত্রের তরফে মিলছে এমন খবর। সোজাসুজি দিল্লিতে না গিয়ে, রাজধানী সন্নিহিত হিন্দন এয়ারবেসে শেখ হাসিনার কপ্টার নেমেছে বলে খবর। তবে দিল্লিতে বেশ কয়েকদিন নিরাপদে শেখ হাসিনা থাকতে পারেন বলেও খবর মিলছে।

আরও পড়ুন: Bangladesh Protest: শেখ হাসিনা কি দিল্লির দিকে C-130 Aircraft With AJAX143 নম্বরের কপ্টারে চেপে? কড়া নজর ভারতের

দেখুন ভিডিয়ো...

 

দেখুন ট্যুইট...