Somalia Explosion: পুরনো বোমায় হঠাৎ বিস্ফোরণ, সোমালিয়ায় মৃত শিশু-সহ কমপক্ষে ২৭
পুরনো একটি বোমা হঠাৎ ফেটে যাওয়ায় প্রাণ হারাল শিশু-সহ কমপক্ষে ২৭ জন। শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে সোমালিয়ার লোয়ার শাবেল্লে অঞ্চলে।
মোগাদিসু: পুরনো একটি বোমা (Old bomb) হঠাৎ ফেটে যাওয়ায় (Exploded) প্রাণ হারাল (died) শিশু (Children)-সহ কমপক্ষে ২৭ জন। শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে সোমালিয়ার (Somalia) লোয়ার শাবেল্লে (Lower Shabelle) অঞ্চলে।
সোমালিয়ার সরকারি সংবাদ সংস্থা সোমালিয়া ন্যাশনাল নিউজ এজেন্সি সূত্রে জানা গেছে, আচমকা পুরনো একটি বোমায় নড়াচড়া হওয়ায় আচমকা সেটি বিস্ফোরিত হয়ে যায়। এর ফলে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে বেশিরভাগই শিশু বলে খবর পাওয়া গেছে। এছাড়া মর্মান্তিক এই দুর্ঘটনার ফলে জখম হয়েছেন কমপক্ষে ৫৩ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছে পূর্ব লোয়ার শাবেল্লে অঞ্চলের জানআল্লে (Janaale) এলাকার মুরালে গ্রামের (Murale) একটি ফুটবল খেলার মাঠে। সেখানে ফুটবল খেলা চলাকালীন আচমকা মাঠে পড়ে থাকা পুরনো একটি বোমা ফেটে যায়। এর ফলে খেলা দেখতে আসা মানুষদের মধ্যে অনেকে হতাহত হয়েছেন। আরও পড়ুন: Afghanistan Blast: শোকসভার সময় আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১১