Jharkhand Rape Shocker: স্বামীকে বন্দি করে গৃহবধূকে গণধর্ষণ ১৭ জনের, ঝাড়খণ্ডে চাঞ্চল্য

এবার ১৭ জনের যৌন লালসার শিকার ৫ সন্তানের মা। মঙ্গলবার বিকেলে নারকীয় ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দুমকার মুফাস্সিল এলাকায়। ওই গৃহবধূ যখন বাজার করে বাড়িতে ফিরছিলেন তখনই ১৭ জন অভিযুক্ত তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে। নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ১৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের একজন আবার নির্যাতিতার পূর্বপরিচিত। জানা গিয়েছে মঙ্গলবার রাতে স্বামী সহ্গে হাট থেকে বাড়িতে ফিরছিলেন বছর ৩৫-এর ওই গৃহবধূ।

প্রতীকী ছবি (Photo Credits: File Image)

দুমকা, ১০ ডিসেম্বর: এবার ১৭ জনের যৌন লালসার শিকার ৫ সন্তানের মা। মঙ্গলবার বিকেলে নারকীয় ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দুমকার মুফাস্সিল এলাকায়। ওই গৃহবধূ যখন বাজার করে বাড়িতে ফিরছিলেন তখনই ১৭ জন অভিযুক্ত তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে। নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ১৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের একজন আবার নির্যাতিতার পূর্বপরিচিত। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে স্বামী সঙ্গে হাট থেকে বাড়িতে ফিরছিলেন বছর ৩৫-এর ওই গৃহবধূ। অভিযোগ, ১৭ জন তাঁদের পথ আটকায়। স্বামীকে আটকে রেখে গৃহবধূর উপরে চলে অকথ্য অত্যাচার। আরও পড়ুন-CJI Mother Duped of Rs 2.5 Crore: আড়াই কোটি টাকার প্রতারিত হলেন দেশের প্রধান বিচারপতি মা!

এদিকে গত সোমবার বাবার বন্ধুর লালাসশিকার হল ৬ বছরের নাবালিকা। ঘটনাটি মুম্বইয়ের আরে কলোনির। কুকর্ম করার এক ঘণ্টার মধ্যেই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম রাধারমণ পাণ্ডে।



@endif