Uttar Pradesh: যোগীর রাজ্যে ধর্ষিতা অশীতিরপর বৃদ্ধা, অভিযুক্তদের খুঁজছে পুলিশ

নিজের বাড়িতেই ধর্ষিতা আশি বছরের বৃদ্ধা। গত ২ ফেব্রুয়ারি নারকীয় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মাহোবা জেলায়। বৃদ্ধার পরিবারের সদস্যরা সেই রাতে এক ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। ফাঁকা বাড়িতে একা পেয়ে অভিযুক্তরা তাঁর উপরে নারকীয় অত্যাচার চালায়। নির্যাতিতার নাতি বিষয়টি পুলিশকে জানিয়ে অভিযোগ দায়ের করেছেন। খারেলা থানার স্টেশন অফিসার অনিল কুমার বলেছেন, সেই রাতে দুজন ছাদে উঠে বৃদ্ধার বাড়িতে ঢোকে। তাদেরই একজনের নাম ফুলচন্দ্র ওরফে উল্লু। সেই বৃদ্ধাকে ধর্ষণ করেছে। বৃহস্পতিবার থানায় হামিরপুর জেলার বাসিন্দা অভিযুক্ত ফুলচন্দ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

প্রতীকী ছবি (Photo Credits: File Image)

মাহোবা, ৫ ফেব্রুয়ারি: নিজের বাড়িতেই ধর্ষিতা আশি বছরের বৃদ্ধা। গত ২ ফেব্রুয়ারি নারকীয় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মাহোবা জেলায়। বৃদ্ধার পরিবারের সদস্যরা সেই রাতে এক ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। ফাঁকা বাড়িতে একা পেয়ে অভিযুক্তরা তাঁর উপরে নারকীয় অত্যাচার চালায়। নির্যাতিতার নাতি বিষয়টি পুলিশকে জানিয়ে অভিযোগ দায়ের করেছেন। খারেলা থানার স্টেশন অফিসার অনিল কুমার বলেছেন, সেই রাতে দুজন ছাদে উঠে বৃদ্ধার বাড়িতে ঢোকে। তাদেরই একজনের নাম ফুলচন্দ্র ওরফে উল্লু। সেই বৃদ্ধাকে ধর্ষণ করেছে। বৃহস্পতিবার থানায় হামিরপুর জেলার বাসিন্দা অভিযুক্ত ফুলচন্দ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অজ্ঞাত পরিচয় দ্বিতীয়জনের নামও রয়েছে অভিযোগের খাতায়। পুলিশ দুই অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু করেছে। আরও পড়ুন-Munawar Faruqui Case: সুপ্রিম রায়ে স্বস্তি, অন্তর্বর্তীকালীন জামিন পেলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনওয়ার ফারুকি

নির্যাতিতার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় এলাকার পরিবেশ থমথমে হয়ে রয়েছে।