Dog Attack in Gujarat: পথ কুকুরের কামড়ে বেঘোরে প্রাণ হারাল ৪ বছরের শিশু

ভাগ্যের নির্মম পরিহাস। নৃশংস পরিণতি হল ৪ বছরের বালকের। পথ কুকুরের কামড়ে বেঘোরে প্রাণ হারাল শিশু।

(Photo Credits: File Photo)

সুরাট, ৯ ফেব্রুয়ারিঃ পথ কুকুরদের কামড়ে সুরাটে মৃত্যু হল চার বছরের এক শিশুর (Dog Attack in Gujarat)। বুধবার গুজরাট (Gujarat) সুরাটের (Surat) করেলি গ্রাম নিবাসী এক ৪ বছরের শিশুর উপর হামলা করে কয়েকটা পথচারি কুকুর। এদিন সকালে বাড়ির উঠোনে খেলা করছিল সে। এমন সময়েই কয়েকটা পথ কুকুর মিলে তাঁকে ছেঁকে ধরে। হামলা করে শিশুটির উপর। তাঁর ঘাড়ে কামড় বসায় কুকুরে।

আরও পড়ুনঃ তেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে ২৪ ফুট গভীরে ঢুকে শ্বাসরোধে মৃত্যু ৭ শ্রমিকের

বাচ্চার চিৎকার শুনে ছুটে বেরিয়ে আসেন বাবা মা। আহত সন্তানকে নিয়ে ১১ কিলোমিটার দূরে বারদলিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রাণে বাঁচানো গেল না ৪ বছরের ফুটফুটে ওই বালককে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন।

আরও পড়ুনঃ বিয়ের অনুষ্ঠানে গাড়ির ধাক্কায় নির্মম মৃত্যু ৩ অতিথির

পুলিশ সূত্রে খবর, মৃত ওই শিশু এবং তাঁর বাবা মা রাজস্থানের (Rajasthan) বাসিন্দা। বাবা পেশায় একজন পরিযায়ী শ্রমিক। তাই পরিবার নিয়ে এদিন ওদিক ঘুরতে হয়। সুরাটের করেলিতে কাজ নিয়ে এসেছিলেন তিনি। সঙ্গে স্ত্রী এবং ছোট সন্তান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। নৃশংস পরিণতি হল ৪ বছরের বালকের। পথ কুকুরের কামড়ে বেঘোরে প্রাণ হারাল শিশু।