Earthquake in Gujarat: গুজরাটের কচ্ছে ৩.২ মাত্রায় ভূমিকম্প

আহমেদাবাদ থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত কচ্ছ অত্যন্ত ঝুঁকি পূর্ণ এলাকা। যেখানে প্রায় নিয়মিতই কম তীব্রতায় ভূমিকম্প সৃষ্টি হয়ে থাকে।

প্রতীকী ছবি

সোমবার দ্বিতীয় ভূমিকম্প। প্রথমটি দেশের বাইরে, চিনে। দ্বিতীয়টি দেশের মধ্যে গুজরাটে। সিসমোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী সোমবার সকালে গুজরাটের কচ্ছ জেলায় সৃষ্টি হয়েছে ভূমিকম্পের (Earthquake in Gujarat)।

আরও পড়ুনঃ ভোররাতে কেঁপে উঠল চিন

জানা যাচ্ছে, সোমবার সকাল ৬টা ৩৮ নাগাত সৃষ্টি হয়েছে কম্পন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দুধাই গ্রামের ১১ কিলোমিটার উত্তর পূর্ব সীমান্ত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২। ভূমিকম্পে কোন প্রাণ নাশ কিংবা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

আরও পড়ুনঃ উত্তর-পশ্চিম ইরানে প্রবল ভূমিকম্প, হত ৭, আহত সহস্র

আহমেদাবাদ থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত কচ্ছ অত্যন্ত ঝুঁকি পূর্ণ এলাকা। যেখানে প্রায় নিয়মিতই কম তীব্রতায় ভূমিকম্প সৃষ্টি হয়ে থাকে। ২০০১ সালে গুজরাটের কচ্ছ এক সাংঘাতিক ভূমিকম্প দেখেছিল (Earthquake in Gujarat)। ১৩,৮০০ মানুষের মৃত্যু হয়েছিল সেই ভূমিকম্পে। আহত হয়েছিল ১ লক্ষ ৬৭ হাজার মানুষ। সেই ভূমিকম্পের স্মৃতি আরও দগদগে।