Kashmir: গৃহবন্দি দশাতেই দলীয় নেতৃত্বের দেখা করলেন ফারুক আবদুল্লা ও ওমর আবদুল্লা
অবশেষে দলের সদস্যদের সঙ্গে দেখা করলেন ন্যাশনাল কনফারেন্স (National Conference) সভাপতি ফারুক আবদুল্লা (Farooq Abdullah)। রবিবারই ফারুক ও ওমরের সঙ্গে দেখা করে ওই প্রতিনিধি দলটি। ফারুক আবদুল্লার স্ত্রী মলি আবদুল্লাও প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন। দেখা করার পরে প্রবীন নেতা আকবর লোন (Akbar Lone) এবং হাসনাইন মাসউদি (Hasnain Masoodi) এনডিটিভিকে বলেছেন, "আমরা তাদের সব কিছু কুশলে থাকা বা না থাকার বিষয়ে জিজ্ঞাসা করতে এসেছিলাম। রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি।" এই দুই নেতা অবশ্য জানিয়েছেন যে আসন্ন পঞ্চায়েত রাজ ব্যবস্থার দ্বিতীয় স্তরের ব্লক উন্নয়ন কাউন্সিলের নির্বাচনে অংশ নেবে না ন্যাশনাল কনফারেন্স। কারণ দলের পুরো নেতৃত্ব বন্দি রয়েছে।
শ্রীনগর, ৬ অক্টোবর : অবশেষে দলের সদস্যদের সঙ্গে দেখা করলেন ন্যাশনাল কনফারেন্স (National Conference) সভাপতি ফারুক আবদুল্লা (Farooq Abdullah) ও তাঁর ছেলে ওমর আবদুল্লা। তাঁদের সঙ্গে দেখা করে ১৫ সদস্যের প্রতিনিধি দলটি। ফারুক আবদুল্লার স্ত্রী মলি আবদুল্লাও প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন। দেখা করার পরে প্রবীন নেতা আকবর লোন (Akbar Lone) এবং হাসনাইন মাসউদি (Hasnain Masoodi) এনডিটিভিকে বলেছেন, "আমরা তাদের সব কিছু কুশলে থাকা বা না থাকার বিষয়ে জিজ্ঞাসা করতে এসেছিলাম। রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি।" এই দুই নেতা অবশ্য জানিয়েছেন যে আসন্ন পঞ্চায়েত রাজ ব্যবস্থার দ্বিতীয় স্তরের ব্লক উন্নয়ন কাউন্সিলের নির্বাচনে অংশ নেবে না ন্যাশনাল কনফারেন্স। কারণ দলের পুরো নেতৃত্ব বন্দি রয়েছে।
NC নেতা দেবেনদার রানা (Devender Rana) বলেন, "আমরা খুশি যে তাঁরা দুজনেই সুস্থ এবং শান্তি মধ্যে রয়েছেন। অবশ্যই তাঁরা রাজ্যের পরিস্থিতি দেখে ব্যথিত। রাজনৈতিক প্রক্রিয়া যদি শুরু করতে হলে মূলধারার নেতাদের মুক্তি দিতে হবে।" আরও পড়ুন: ATM ক্যাশ ভ্যান লুঠ করা সশস্ত্র ডাকাতদের ঢিল ছুঁড়ে ধরে ফেলল স্থানীয়রা, ১ কোটি টাকার মধ্যে উদ্ধার ৮০ লক্ষ
রাজ্য সরকার ব্লক উন্নয়ন কাউন্সিলের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরের দিন জম্মু ও কাশ্মীরে নিষেধাজ্ঞাগুলি শিথিল হয়। জম্মুতে আটক সমস্ত রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার হয়। রাজ্যপাল সত্যপাল মালিকের উপদেষ্টা ফারুক খান বলেছেন, কাশ্মীরের নেতাদেরও ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে।
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, তাঁর ছেলে ওমর আবদুল্লা এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতিসহ রাজ্যের প্রায় ৪০০ রাজনৈতিক নেতা-নেত্রীকে আটক বা গৃহবন্দি করা হয়। ফারুককে শ্রীনগরে তাঁর বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়। রাজ্য প্রশাসনের গেস্ট হাউস হরি নিবাসে আটক করে রাখা হয় ওমরকে। অন্য দিকে, মেহবুবা মুফতি এবং জম্মু অ্যান্ড কাশ্মীর পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজ্জাদ লোন-সহ কাশ্মীরের আরও বহু রাজনীতিকের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয় রাজ্য প্রশাসন।