Delhi-NCR Rains: মুষলধারের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, দিল্লির রাজপথে গাড়ির ভাসমান ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

বুধবার সাতসকালেই মুষলধারের বৃষ্টিতে ভিজল গোটা রাজধানী (National Capital)। এক টানা ভারী বর্ষণে দিল্লির বিভিন্ন রাস্তা জলমগ্ন। মৌসম ভবনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ সারাদিনই বৃষ্টিতে ভিজতে চলেছে দিল্লি এনসিআর। গুরুগ্রাম ও দিল্লি এনসিআর এর বেশিরভাগ রাস্তাতেই হাঁটু ও কোমর জল জমেছে। দিল্লির রাস্তাতে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি এখন জলের তলায়। আইএমডি জানিয়েছে, আজ সারাদিন দিল্লির আকাশ মেঘলা থাকবে। সারাদিন ধরে চলবে বৃষ্টিও। দিল্লি, গাজিয়াবাদ এবং নয়ডা ছাড়া সংলগ্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে।

জলমগ্ন রাজধানী(Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৯ আগস্ট: বুধবার সাতসকালেই মুষলধারের বৃষ্টিতে ভিজল গোটা রাজধানী (National Capital)। এক টানা ভারী বর্ষণে দিল্লির বিভিন্ন রাস্তা জলমগ্ন। মৌসম ভবনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ সারাদিনই বৃষ্টিতে ভিজতে চলেছে দিল্লি এনসিআর। গুরুগ্রাম ও দিল্লি এনসিআর এর বেশিরভাগ রাস্তাতেই হাঁটু ও কোমর জল জমেছে। দিল্লির রাস্তাতে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি এখন জলের তলায়। আইএমডি জানিয়েছে, আজ সারাদিন দিল্লির আকাশ মেঘলা থাকবে। সারাদিন ধরে চলবে বৃষ্টিও। দিল্লি, গাজিয়াবাদ এবং নয়ডা ছাড়া সংলগ্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে। দিল্লি ছাড়াও বৃষ্টির সতর্কতা রয়েছে সম্বল, গুলাওটি, সিয়ানা, বুলন্দশহর, খুরজা, কোসলি, বাওয়াল, নুহ, সোহনা, পালওয়াল, হোদাল, ফরিদাবাদ, গুরুগ্রাম, মানেসর, বল্লভগড়ে। আরও পড়ুন-Sushant Singh Rajput Death Probe: অবশেষে সুপ্রিম নির্দেশ, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করবে সিবিআই

জলমগ্ন রাজধানী

মৌসম ভবন জানাচ্ছে, আগস্টে যেটুকু বৃষ্টি রাজদানীতে কম পড়েছিল, তা পুষিয়ে দেবে আজ বুধবার ও আগামী কাল বৃহস্পতিবারের বৃষ্টি। গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে দিল্লি এবং সংলগ্ন এলাকায়। গত মঙ্গলবার ভারী বর্ষণ হয়েছে রাজধানী শহর এবং আশেপাশের এলাকায়। আইএমডির পূর্বাভাস আগামী কয়েকদিন উত্তর ভারতের অধিকাংশ জেলাতেই বৃষ্টি চলছে। বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। আইএমডি প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, মঙ্গলবার মূলত পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম দিল্লিতে বৃষ্টি হয়েছিল। তবে বুধবার সকাল থেকে রাজধানী শহরের প্রায় সর্বত্রই বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার মূলত দ্বারকা, জনকপুরী, পালাম, উত্তম নগর, রাজৌরি গার্ডেন এবং তিলক নগর এলাকায় বৃষ্টি হয়েছিল। এদিকে গতকাল মঙ্গলবার রাজধানীতে ভারী বৃষ্টির জেরে যানজটের সৃষ্টি হয়েছে।

রাজধানীর জলমগ্ন রাজপথের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।