NASA-ISRO Radar Mission : বনাঞ্চল ও আদ্রভূমির বিষয়ে তথ্য সংগ্রহে নাসার সঙ্গে যৌথ উদ্যোগে স্যাটেলাইট পাঠাবে ইসরো
২০২৪ সালে দক্ষিণ ভারত থেকে এই স্যাটেলাইট লঞ্চ করবে নাসা এবং ইসরো
পরিবেশ ইস্যুতে পর্যবেক্ষনের জন্য যৌথভাবে নাসা (NASA) এবং ইসরো (ISRO) একটি স্যাটেলাইট (Satelite) তৈরি করতে চলেছে। যার মাধ্যমে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমান নিয়ন্ত্রনে বনভূমি এবং জলাশয়ের গুরুত্ব বোঝা হবে।
২০২০ সালে যৌথ উদ্যোগে তৈরি এই স্যাটেলাইট উৎক্ষেপন হয়ে গেলেই তা পৃথিবীর জলাশয় এবং বনাঞ্চলের পরিবেশের পরিবর্তন কিভাবে বিশ্বে কার্বন চক্রে প্রভাব ফেলছে, এবং পরিবেশকে প্রভাবিত করছে সেই ধরনের বিভিন্ন তথ্য মিলবে এই স্যাটেলাইটের মাধ্যমে।
এটি প্রধানত পৃথিবীর বনাঞ্চল এবং জলাশয়ের চিত্র গ্রহন করবে। এটি কক্ষপথে পাঠানোর পর থেকে প্রতি ১২ দিন অন্তর পৃথিবীর বিভিন্ন বনাঞ্চল এবং জলাশয় এবং বরফাবৃত এলাকার ছবি তুলে ধরবে এই স্যাটেলাইট। অরণ্যে গাছের মধ্যে কার্বন নিহিত থাকে ঠিক তেমনই আদ্রমাটির অর্গানিক স্তরে থাকে কার্বন।
নাসারের এই স্যাটেলাইট ২০২৪ সালে দক্ষিণ ভারত থেকে উৎক্ষেপন হওয়ার কথা রয়েছে। এটি শুধু আবহাওয়া সংক্রান্ত তথ্যই সংগ্রহ করবে না। এটি জমির গতিপ্রকৃতি সম্পর্কে তথ্য দেবে।অগ্নুৎপাত, ভূমিক্ষয়, হিমবাহের গলে যাওয়া প্রভৃতির ব্যাপারেও আগাম পূর্বাভাষ দেবে এই স্যাটেলাইট।