Narendra Modi to Address Nation: আজ রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর, ফের বাড়তে চলেছে লকডাউন?

আজ রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি। আগামী ১৭ মে তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার কথা। বর্তমানে করোনা পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে লকডাউন বাড়ানো হবে নাকি তোলা হবে তা নিয়ে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপ আলোচনা হয়। তবে বেশিরভাগ মুখ্যমন্ত্রীরাই ৩১ মে পর্যন্ত লকডাউন জারি রাখার পক্ষে সায় দিয়েছে।

নরেন্দ্র মোদি (photo Credits: ANI)

নতুন দিল্লি, ১২ মে: আজ রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি। আগামী ১৭ মে তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার কথা। বর্তমানে করোনা পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে লকডাউন বাড়ানো হবে নাকি তোলা হবে তা নিয়ে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপ আলোচনা হয়। তবে বেশিরভাগ মুখ্যমন্ত্রীরাই ৩১ মে পর্যন্ত লকডাউন জারি রাখার পক্ষে সায় দিয়েছে।

আজ লকডাউন প্রসঙ্গেই তিনি ভাষণ দেবেন বলে মনে করা হচ্ছে। গতকাল প্রধানমন্ত্রীর রাজ্যের মুখ্যমন্ত্রীদের সামাজিক দূরত্বের নিয়মগুলির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বা শিথিলকরণের ঘোষণা দেওয়া উচিত কিনা তা নিয়ে কথা হয়। গ্রিন জোন মনোনীত দেশের বেশ কয়েকটি অংশে, সীমিত পরিমাণে গণপরিবহন এবং অপ্রয়োজনীয় শপগুলিকে কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের পরামর্শ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন। আরও পড়ুন, রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ৫-ম ভিডিও কনফারেন্সে কী কী আলোচনা হল, জানুন বিস্তারিত

ধীরে ধীরে যাত্রী পরিষেবা পুনরায় চালু করার অনুমতি দেওয়া হয়েছে। ১২ মে থেকে, রেলওয়ে নয়াদিল্লি থেকে ১৫ টি ট্রেন চালাবে বলে জানানো হয়। আগামী দিনগুলিতে, ট্রেনের সংখ্যা বাড়ানো হবে এবং স্বাভাবিক পরিষেবা পুনরুদ্ধার করা হবে বলে একটি বিবৃতিতে সরকার একথা জারি করেছে। যাত্রীদের অবশ্য সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলতে হবে।

তবে আশা করা হচ্ছে, কিছুটা শিথিল করা হতে পারে লকডাউন। ঠিক কী সিদ্ধান্ত তিনি নেবেন তার দিকেই তাকিয়ে দেশের কোটি কোটি জনতা।



@endif