Narendra Modi Russia Visit: মোদীর রাশিয়া সফরে 'আশার আলো' দেখছেন রুশ সেনায় আটকে পড়া ভারতীয় যুবকের বাবা

মোদীর রাশিয়া সফরের সময় গগনদীপ ফোনে বাবাকে জানান, প্রধানমন্ত্রী মস্কোয় পৌঁছেছেন। ফলে তাঁদের দেশে ফেরা নিয়ে পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর আলোচনা চলছে বলেও বাবাকে জানান গগনদীপ নামের ওই যুবক। রুশ সেনায় যে সমস্ত ভারতীয় যুবকদের নিয়োগ করা হয়েছে,তাঁদের বাঙ্কারে রাখা হচ্ছে। ইউক্রেনে যুদ্ধে পাাঠানোর জন্য তাঁদের তৈরি করা হচ্ছে বলেও গগনদীপ বাবাকে জানান।

Narendra Modi Meets Vladimir Putin.jpg (Photo Credit: Twitter)

দিল্লি, ১০ জুলাই:  রুশ সেনায় (Russian Army) আটকে পড়া ভারতীয়দের (Indian) যাতে নিরাপদে দেশে ফেরানো হয়, সে বিষয়ে ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রুশ সেনায় যে ভারতীয় যুবকরা আটকে পড়েছেন,তাঁদের শিগগিরই দেশে ফেরানো হবে বলেও মোদীকে আশ্বাস দেন পুতিন। ফলে পুতিনের এই আশ্বাস ভারতের কূটনৈতিক জয় বলে মনে করা হয় আন্তর্জাতিক মহলের তরফে। রুশ সেনায় আটকে পড়া যুবক গগনদীপ সিংয়ের বাবা তাই মোদীর রাশিয়া (Russia) সফরে আশার আলো দেখতে পাচ্ছেন। গগনদীপের বাবা বলেন, চাকরির নাম করে যে সমস্ত ভারতীয় যুবকদের পুতিন বাহিনীতে আটকে দেওয়া হয়, তাঁদের হাতে বন্দুক, গ্রেনেড ধরানো হয়েছে। ইউক্রেনের  (Ukraine) যুদ্ধে পাঠাতেই ওই যুবকদের সীমান্তে পাঠানো হচ্ছে বলে অভিযোগ। ফলে প্রধানমন্ত্রী মোদীর এই রাশিয়া সফরের জেরে রুশ বাহিনীতে আটক ভারতীয় যুবকদের দেশে ফেরার ক্ষেত্রে আশার আলো বলে মন্তব্য করেন গগনদীপের বাবা।

আরও পড়ুন: Narendra Modi Russia Visit: রুশ সেনায় কর্মরত ভারতীয়রা নিরাপদে দেশে ফিরবেন, মোদীর রাশিয়া সফরের প্রথম দিনেই কূটনৈতিক জয় ভারতের

মোদীর রাশিয়া সফরের সময় গগনদীপ ফোনে বাবাকে জানান, প্রধানমন্ত্রী মস্কোয় (Moscow) পৌঁছেছেন। ফলে তাঁদের দেশে ফেরা নিয়ে পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর আলোচনা চলছে বলেও বাবাকে জানান গগনদীপ নামের ওই যুবক। রুশ সেনায় যে সমস্ত ভারতীয় যুবকদের নিয়োগ করা হয়েছে,তাঁদের বাঙ্কারে রাখা হচ্ছে। ইউক্রেনে যুদ্ধে পাাঠানোর জন্য তাঁদের তৈরি করা হচ্ছে বলেও গগনদীপ বাবাকে জানান। ফলে রুশ সেনার হাত থেকে যাতে ছেলে নিরাপদে ফেরেন, মোদীর রাশিয়া সফরে সেই আশার আলো দেখছেন বলে সংবাদ সংস্থা এএনআইকে জানান আটকে পড়া যুবকের বাবা।

প্রসঙ্গত রাশিয়ার সেনা বাহিনী থেকে যাতে ভারতীয় যুবকদের মুক্ত করে দেশে ফেরানো যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী  মোদীকে পুতিন আশ্বাস দিয়েছেন বলে জানা যায়।



@endif