PM Modi on Rajiv Gandhi Birth Anniversary: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

রাজীব গান্ধী মাত্র ৪০ বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হন।

Rajiv Gandhi (Photo Credit: X)

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) আজ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Former PM Rajiv Gandhi) ৮১তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন। মোদী তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘আজ তাঁর জন্মবার্ষিকী, প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীজীর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।’

নরেন্দ্র মোদীর শ্রদ্ধা নিবেদেন

রাজীব গান্ধী ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব পালন করেন। রাজীব গান্ধী প্রাথমিকভাবে রাজনীতির প্রতি আগ্রহী ছিলেন না। তিনি পেশায় পাইলট ছিলেন এবং ইন্ডিয়ান এয়ারলাইন্সে কাজ করতেন। তবে, তাঁর মা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক উত্তরাধিকার এবং পারিবারিক প্রভাব তাঁকে রাজনীতিতে প্রবেশে প্রভাবিত করে।

১৯৮০ সালে তাঁর ছোট ভাই সঞ্জয় গান্ধীর অকাল মৃত্যুর পর রাজীব গান্ধী রাজনীতিতে প্রবেশ করেন। তিনি উত্তরপ্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্র থেকে ১৯৮১ সালে উপ-নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হন। এরপর তিনি দ্রুত ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা হয়ে ওঠেন। ১৯৮২ সালে তিনি কংগ্রেসের সাধারণ সম্পাদক নিযুক্ত হন এবং যুব কংগ্রেসকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধীর হত্যার পর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি তখন মাত্র ৪০ বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হন। আরও পড়ুন: Vice President Election 2025: উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি

রাজীব গান্ধীকে ভারতের আধুনিকীকরণের পথিকৃৎ হিসেবে স্মরণ করা হয়, বিশেষ করে তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতে তাঁর অবদানের জন্য। তাঁর স্বপ্ন ছিল ২১শ শতাব্দীর ভারতকে প্রযুক্তিগতভাবে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা। তাঁর মৃত্যুর পর তাঁকে মরণোত্তর ভারতরত্ন প্রদান করা হয়।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement