Narendra Modi: 'ED, CBI-কে অপব্যবহার করেছে মোদী সরকার', বিরোধীদের অভিযোগ নস্যাৎ করলেন প্রধানমন্ত্রী

মোদী বলেন, কেন্দ্রের বিজেপি সরকার ইডি, সিবিআইকে ব্যবহার করছে বলে বিরোধীরা যে অভিযোগ করেন, তা পুরোটাই মিথ্যে। ইডি, সিবিআইয়ের কাজে কেন্দ্রীয় সরকার কোনওভাবে হস্তক্ষেপ করে না।

PM Modi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১ এপ্রিল: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED), সিবিআই (CBI) নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তামিলনাড়ুর একটি সাংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সম্প্রতি হাজির হন নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার ইডি, সিবিআইকে ব্যবহার করছে বলে বিরোধীরা যে অভিযোগ করেন, তা পুরোটাই মিথ্যে। ইডি, সিবিআইয়ের কাজে কেন্দ্রীয় সরকার কোনওভাবে হস্তক্ষেপ করে না। ইডি, সিবিআইকে কোনও কাজ করতে বাধাও দেয় না আবার কোনও কাজ করার নির্দেশও দেওয়া হয় না। তাই কেন্দ্রীয় ,তদন্তকারী সংস্থার কাজে বিজেপি নাক গলাচ্ছে বলে যে অভিযোগ বিরোধীরা করেন, তার কোনও ভিত্তি নেই। বিজেপি সরকার কোনওভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 'অপব্যবহার' করছে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: Narendra Modi: 'মোদীর দেহের প্রত্যেক অঙ্গ তাঁর পরিবারের জন্য উৎসর্গ', বারাসতে বললেন প্রধানমন্ত্রী

এসবের পাশাপাশি মোদী আরও বলেন, বর্তমানে ইডি ৭০০০ অভিযোগের তদন্ত শুরু করেছে। তার মধ্যে ৩ শতাংশেরও কম অভিযোগে রাজনীতিবিদতরা জড়িত। গত ১০ বছর বিরোধীদের শাসনে ইডি ৩৫ লক্ষ নগদ উদ্ধার করেছে। অথচ তাঁদের শাসনকালে সেই অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২২০০ কোটিতে বলে জানান প্রধানমন্ত্রী।