Narendra Modi Birthday on September 17: সামনেই নরেন্দ্র মোদির জন্মদিন, ১৪-২০ সেপ্টেম্বর 'সেবা সপ্তাহ' পালন করবে বিজেপি
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৭০ বছর পূর্ণ করবেন। ভারতীয় জনতা পার্টির (BJP) নেতাকর্মীদের জন্য ওই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। তাই ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত 'সেবা সপ্তাহ' (Seva Saptah) পালন করে মোদির জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
নতুন দিল্লি, ৩০ অগাস্ট: আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৭০ বছর পূর্ণ করবেন। ভারতীয় জনতা পার্টির (BJP) নেতাকর্মীদের জন্য ওই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। তাই ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত 'সেবা সপ্তাহ' (Seva Saptah) পালন করে মোদির জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
কোনও বড় অনুষ্ঠান না করে ওই দিন বিজেপি নেতা-কর্মীরা মাস্ক, স্যানিটাইজার এবং ওষুধ বিতরণ করবে বলে জানা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন জায়গায় দলের সমর্থকরা রক্তদান শিবিরের আয়োজন করতে পারে। এছাড়াও গরিব মনুষদের খাদ্য সামগ্রী ও ফল বিতরণ করা হবে। বুথস্তর থেকেই এগুলি করা হবে। বিজেপির এক নেতা জানিয়েছেন, করোনা মহামারীর কারণে কঠোরভাবে মেনে চলা হবে সামাজিক দূরত্বের নিয়ম। আরও পড়ুন: Jammu And Kashmir: কাশ্মীরের পান্থাচৌকে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে নিকেশ ৩ জঙ্গি, শহিদ পুলিশকর্মী
এছাড়াও গত ৬ বছরে মোদি সরকারের নানা প্রকল্পের প্রচার করবে বিজেপি কর্মীরা। করোনামহামারীর সময়ে নেওয়া নানা পদক্ষেপ ও আত্মনির্ভর ভারত গুরুত্ব পাবে ওই প্রচারে।