One Nation One Election: 'এক দেশ এক ভোট' সংসদীয় কমিটিতে সদস্য বেড়ে ৩৯, রাজ্যসভার ১২ জন সাংসদের নাম ঘোষণা

রাজ্যসভার ১২ জন এবং লোকসভার ২১ জন সাংসদকে নিয়ে 'এক দেশ এক ভোট' বিল আলোচনার জন্যে গঠিত হয়েছে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি-তে (JPC)।

Parliament (Photo Credit: X)

নয়া দিল্লি, ২০ ডিসেম্বরঃ বিরোধীদের বিক্ষোভ উপেক্ষা করেই গত মঙ্গলবার লোকসভায় পেশ হয়েছে 'এক দেশ এক ভোট' বিলটি (One Nation One Election)। তবে এর বিষয়বস্তু বিতর্কিত হওয়ায় তা নিয়ে আলোচনার জন্যে বিলটিকে প্রাথমিকভাবে যৌথ সংসদীয় কমিটিতে (Joint Parliamentary Committee) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার পক্ষ। কমিটিতে থাকবেন মোট ৩৯ জন সদস্য। রাজ্যসভার ১২ জন এবং লোকসভার ২৭ জন সাংসদকে নিয়ে 'এক দেশ এক ভোট' বিল আলোচনার জন্যে গঠিত হয়েছে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি-তে (JPC)।

প্রাথমিকভাবে ৩১ জন সদস্য (লোকসভার ২১ এবং রাজ্যসভার ১০ সাংসদ) নিয়ে গঠিত হওয়ার কথা ছিল এক দেশ এক ভোট বিল সংক্রান্ত জেপিসি। কিন্তু কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৩৯।

আরও পড়ুনঃ 'এক দেশ এক ভোট' বিল পেশের ভোটাভুটিতে অনুপস্থিত সাংসদদের নোটিস পাঠাতে পারে বিজেপি

রাজ্যসভা থেকে কারা কারা রয়েছেন 'এক দেশ এক ভোট' সংসদীয় কমিটিতে...

সংসদের শীতকালীন অধিবেশন প্রায় শেষের মুখে। তাই শুক্রবারই  জেপিসি-র সদস্যদের নাম ঘোষণা হয়েছে। রাজ্যসভা থেকে জেপিসি-র জন্যে নির্বাচিত ১২ জন সাংসদের মধ্যে বিজেপির রয়েছেন চারজন সাংসদ এবং কংগ্রেসের দুজন। বাকি বিরোধী দল থেকে একজন করে। এক দেশ এক ভোট বিল সংক্রান্ত জেপিসি-তে থাকা রাজ্যসভার ১২ জন সাংসদ হলেন, বিজেপির (BJP) ঘনশ্যাম তিওয়ারি, ভুবনেশ্বর কলিতা, কে. লক্ষ্মণ, কবিতা পতিদার, জনতা দলের (Janata Dal) সঞ্জয় কুমার ঝা, কংগ্রেসের (Congress) রণদীপ সিং সুরজেওয়ালা, মুকুল বালকৃষ্ণ ওয়াসনিক, (TMC) তৃণমূলের সাকেত গোখলে, ডিএমকের (DMK) পি. উইলসন, আম আদমি পার্টির (Aam Aadmi Party) সঞ্জয় সিং, বিজু জনতা দলের (Biju Janata Dal) মানস রঞ্জন মঙ্গরাজ এবং যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টির ভি বিজয়সাই রেড্ডি



@endif