Namaste Trump: মোতেরার মঞ্চ থেকে 'নমস্তে ট্রাম্প' বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মাত্র ৩৬ ঘণ্টার জন্য ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। আজ সোমবার বেলা ১১টা ৪০ মিনিট নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে অবতরণ করেন সস্ত্রীক ট্রাম্প। তারপর পৌঁছে যান সবরমতী আশ্রমে। তারপর কর্মসূচি অনুযায়ী মোতেরার স্টেডিয়াম উদ্বোধনে যান তাঁরা। যে মঞ্চে উপস্থিত রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিভিন্ন গন্য মান্য ব্যক্তিত্ব। ভরা মঞ্চেই মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে প্রশংসাবাক্য বলতে গিয়ে তিনি বলেন 'নমস্তে ট্রাম্প (Namaste Trump)।' হাততালিতে ফেটে পড়ে গোটা মঞ্চ।

মোতেরার মঞ্চ থেকে 'নমস্তে ট্রাম্প' বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo Credits: ANI)

আহমেদাবাদ, ২৪ ফেব্রুয়ারি: মাত্র ৩৬ ঘণ্টার জন্য ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। আজ সোমবার বেলা ১১টা ৪০ মিনিট নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে অবতরণ করেন সস্ত্রীক ট্রাম্প। তারপর পৌঁছে যান সবরমতী আশ্রমে। তারপর কর্মসূচি অনুযায়ী মোতেরার স্টেডিয়াম উদ্বোধনে যান তাঁরা। যে মঞ্চে উপস্থিত রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিভিন্ন গন্য মান্য ব্যক্তিত্ব। ভরা মঞ্চেই মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে প্রশংসাবাক্য বলতে গিয়ে তিনি বলেন 'নমস্তে ট্রাম্প (Namaste Trump)।' হাততালিতে ফেটে পড়ে গোটা মঞ্চ।

সোমবার আহমেদাবাদের (Ahmedabad) মাটি ছোঁন মার্কিন প্রেসিডেন্ট। বাণিজ্য চুক্তির অনিশ্চয়তা, সিএএ-এনআরসি অস্বস্তি নিয়েই তাঁর মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের জন্য এলাহি আয়োজন করা হয়েছে আগ্রা ও আহমেদাবাদে। যা নিয়ে সমালোচনার ঝড় অব্যাহত। দেখুন মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে আরও কী কী বললেন তিনি-

আরও পড়ুন: Earthquake Near Turkey-Iran Border: ইরান তুরস্ক সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে মৃত ৯, আহতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে