Mehbooba Mufti: 'মুসলিমদের ক্রমাগত তাতানো হচ্ছে, যাতে গুজরাট মডেল তৈরি করা যায়', বিজেপিকে আক্রমণ মুফতির
সবকিছু জেনেবুঝেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ করে বসে রয়েছেন বলে অভিযোগ করেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। পিডিপি নেত্রীর ওই মন্তব্য নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে।
দিল্লি, ২৩ মে: মুসলিমদের (Muslim) ক্রমাগত তাতানো হচ্ছে আলটপকা মন্তব্য করতে, যাতে আরও একটা গুজরাট বা ইউপি তৈরি করা যায়। গুজরাট এবং উত্তরপ্রদেশে যেভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে ব্যবহার করা হচ্ছে, গোটা দেশেও সেই একইভাবে সংখ্যালঘুদের দমিয়ে রাখার চেষ্টা চলছে। এবার এমনই অভিযোগ করলেন মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। ব্রিটিশদের (British) অনুগত মানুষ যেভাবে মুসলিমদের বিরুদ্ধাচারণ শুরু করেন, বিজেপিও (BJP) সেই একই কাজ করছে বলে অভিযোগ করেন পিডিপি নেত্রী।
শুধু তাই নয়, সবকিছু জেনেবুঝেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) চুপ করে বসে রয়েছেন বলে অভিযোগ করেন মুফতি।
আরও পড়ুন: Monkeypox: ইজরায়েলের পর সুইজারল্যান্ড, অস্ট্রিয়ায় মাঙ্কিপক্সের সংক্রমণ, আতঙ্ক বিশ্ব জুড়ে
এসবের পাশাপাশি মুফতি আরও অভিযোগ করেন, বিজেপি গোটা দেশকে উত্তরপ্রদেশ এবং গুজরাট মডেল করে চালনা করতে চাইছে। গুজরাট, অসম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে যেভাবে মুসলিমদের সঙ্গে ব্যবহার করা হয়, গোটা দেশেও সেই একই মডেল চালু করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মেহবুবা মুফতি। সেই কারণেই দেশে মন্দির, মসজিদ ইস্যু তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন পিডিপি (PDP) নেত্রী।