Murder: ফাঁকা ট্রেনে ট্রলিব্যাগ থেকে উদ্ধার মহিলার দু'টুকরো দেহ
দেহটি দু'টুকরো করে, হাত-পা কেটে দু'টি ব্যাগে ঢুকিয়ে দেওয়া হয়। প্রাথমিকভাবে অনুমান, মহিলার বয়স ২০ থেকে ২৫ বছর। পুলিশের সন্দেহ অন্য কোথাও খুন করে দেহটি শনিবার এই ট্রেনে উঠিয়ে দেওয়া হয়।
নয়াদিল্লিঃ ফাঁকা ট্রেনের(Train) মধ্যে পড়ে রয়েছে দু'টি ব্যাগ (Bag)। আর তা খুলতেই উদ্ধার এক মহিলার মৃতদেহ (Dead Body)। মধ্যপ্রেদেশের ইন্দোর স্টেশনের জিআরপি (GRP) এই মৃতদেহটি উদ্ধার করেছে। ডঃ আম্বেদকর নগর-ইন্দোর প্যাসেঞ্জার ট্রেন (Ambedkar Nagar-Indore Passenger Train)থেকে দেহটি উদ্ধার করা হয়েছে। দেহটি দু'টুকরো করে, হাত-পা কেটে দু'টি ব্যাগে ঢুকিয়ে দেওয়া হয়। প্রাথমিকভাবে অনুমান, মহিলার বয়স ২০ থেকে ২৫ বছর। পুলিশের সন্দেহ অন্য কোথাও খুন করে দেহটি শনিবার এই ট্রেনে উঠিয়ে দেওয়া হয়। স্টেশন ইনচার্জ সঞ্জয় শুক্লা জানিয়েছেন, ট্রেনটি খালি হওয়ার পর ইয়ার্ডে রক্ষণাবেক্ষণের জন্য নিয়ে যাওয়ার সময় একজন সাফাই কর্মীর চোখে পড়ে ব্যাগগুলি। তিনি জিআরপিকে গোটা বিষয়টি জানান। এরপর ডঃ আম্বেদকর নগর-ইন্দোর প্যাসেঞ্জার ট্রেন থেকে মৃতদেহটি উদ্ধার করে জিআরপি। সঞ্জয় শুক্লার কথায়, "নির্যাতিতাকে এখনও সনাক্ত করা যায়নি। মহিলার মাথা থেকে কোমর পর্যন্ত অংশ একটি ট্রলিব্যাগ থেকে পাওয়া গিয়েছে। আর কোমরের নীচের অংশটি একটি প্লাস্টিকের ব্যাগে পাওয়া গেছে। হাত ও পা খুঁজে পাওয়া যায়নি।" গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
এই খবরটিও পড়ুনঃ আইআইআইটি হায়দরবাদের ক্যান্টিনের খাবারে কিলবিল করছে আরশোলা, ভাইরাল ছবি