Court Stays Summons Issued Against Mamata: জাতীয় সংগীত ‘অবমাননা’ মামলা, মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে সমন স্থগিত করল মুম্বইয়ের আদালত
জাতীয় সংগীত (National Anthem) অবমাননার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিরুদ্ধে সমন (Summons) জারি করেছিল মুম্বইয়ের (Mumbai) একটি ম্যাজিস্ট্রেট আদালত। সেই জারি করা সমন স্থগিত করেছে মুম্বই সেশন কোর্ট (Mumbai Sessions Court)। ২ মার্চ মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছিল। এই মামলার পরবর্তী শুনানির তারিখ ২৫ মার্চ।
মুম্বই, ২৫ ফেব্রুয়ারি: জাতীয় সংগীত (National Anthem) অবমাননার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিরুদ্ধে সমন (Summons) জারি করেছিল মুম্বইয়ের (Mumbai) একটি ম্যাজিস্ট্রেট আদালত। সেই জারি করা সমন স্থগিত করেছে মুম্বই সেশন কোর্ট (Mumbai Sessions Court)। ২ মার্চ মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছিল। এই মামলার পরবর্তী শুনানির তারিখ ২৫ মার্চ।
গত বছরের ১ ডিসেম্বর কবি ও গীতিকার জাভেদ আখতারের উদ্যোগে মুম্বইয়ে একটি অনুষ্ঠানে কয়েকজন বিশিষ্টজনের সঙ্গে মিলিত হয়েছিলেন মমতা। সেই অনুষ্ঠানেই তাঁর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত ‘অবমাননা’র অভিযোগ ওঠে। আদালতে মামলা করেন মুম্বইয়ের বিজেপি নেতা ও আইনজীবী বিবেকানন্দ গুপ্ত তাঁর বিরুদ্ধে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইনের অধীনে একটি অভিযোগ দায়ের করেছিলেন। গুপ্তা মমতার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার দাবি জানান। সেই আবেদনের উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত ‘অবমাননা’র অভিযোগে সমন জারি করে মুম্বইয়ের মাঝগাঁওয়ের নগর দায়রা আদালত। আরও পড়ুন: WB Municipal Election 2022: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিজেপির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যান মমতার আইনজীবী। আজ আদালত মমতার নামে জারি হওয়া সমন স্থগিত করেছেন।