Mumbai Rains: মাস-সপ্তাহের শুরুতেই বৃষ্টিতে নাজেহাল মুম্বই, ট্রেন লাইন ডুবল জলে,যানজটে কার্যত স্তব্ধ জনজীবন
আজ একদিকে যেমন সপ্তাহের শুরু, তেমন শুরু মাসের। বানিজ্যনগরী মুম্বই মাস-সপ্তাহের প্রথম দিনেই টানা বৃষ্টিতে একেবারে নাজেহাল অবস্থা। মুম্বইয়ের একাধিক রাস্তায় দাঁড়িয়ে জল।
মুম্বই, ১ জুলাই: আজ একদিকে যেমন সপ্তাহের শুরু, তেমন শুরু মাসের। বানিজ্যনগরী মুম্বই (Mumbai)-র মাস-সপ্তাহের প্রথম দিনেই টানা বৃষ্টিতে একেবারে নাজেহাল অবস্থা। মুম্বইয়ের একাধিক রাস্তায় দাঁড়িয়ে জল। চেম্বুরের মত অভিজাত এলাকায় পার্কিংয়ে দাঁড়ানো গাড়িগুলি তো একেবারে জলের তলায়। ক্রমাগত চলে যাওয়া বৃষ্টির ফলে মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। আর কলকাতার মেট্রোর মত যদি মুম্বইয়ের ট্রেন পরিষেবা ব্যাহত হয় তাতে নিত্য়যাত্রীদের ভয়ঙ্কর অবস্থা হয়। সেই ছবিই আজ ধরা পড়ছে বলিউডের শহরে।
রাস্তায় জল পেরিয়ে যাওয়ার উপায় নেই, কারণ ভয়াবহ যানজট। আর ট্রেনের লাইনে কোথাও জল আবার কোথাও ঝড়ে যন্ত্রপাতি পরে ট্রেন চলাচল ব্যাহত। মুম্বই লোকাল ট্রেনের বিভিন্ন শাখার টুইটার অ্যাকাউন্ট থেকে আসছে নিত্যযাত্রীদের জন্য খারাপ খবর। আরও পড়ুন- রান্নার গ্যাসের দাম কমল সিলিন্ডার প্রতি ১০০ টাকা
যেমন মুম্বইয়ের ব্যস্ততম ওয়েস্টার্ন লাইনে ব্যাপক ঝড়ে লাইনের ওপর পড়ল বাঁশ, ক্রেন সহ বাড়ি তৈরির নামা যন্ত্রপাতি। লাইনের পাশেই হচ্ছিল বড় বিল্ডিং তৈরির কাজ। সেই বিল্ডিং তৈরির যন্ত্রপাতিই উড়ে আসে ট্র্য়াকে পড়ে। ফলে অন্তত ঘণ্টাখানেক বন্ধ থাকে রেল চলাচল। এই অঞ্চলেই আবার মুম্বইয়ের বেশ কিছু বড় অফিস রয়েছে।
এখনও পর্যন্ত মোট ১৩টি ট্রেন বাতিল করা হয়েছে। ট্র্য়াকে জল দাঁড়িয়ে যাওয়ায় ট্রেনের গতি ৩০ কিমি প্রতি ঘণ্টায় নামিয়ে আনা হয়েছে। অফিস টাইমে এমন ঘটায় মুম্বইবাসীর অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। অন্যদিকে, আবার সিওন ও মাতুঙ্গ রেলওয়ে স্টেশনের মাঝে রেললাইন সম্পূর্ণ জলের তলায় চলে গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে বলে স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে খবর। বর্ষা ঢোকার পর প্রথম ভারী বৃষ্টিতে গত শুক্রবার একেবারে নাজেহাল দশা হয়েছিল মুম্বইবাসীর। উইকএন্ড কাটিয়ে কাজে ফেরার মুডে ফিরতেই বৃষ্টিতে একেবারে জনজীবন ব্যাহত মুম্বইয়ে।