Sex Racket: মুম্বইতে মধুচক্রের ফাঁদ, পুলিশি হানাদারিতে গ্রেফতার ২
মুম্বই, ২০ অক্টোবর: সেক্স র্যাকেট (Sex Racket) চালানোর অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার করা হল ২ জনকে। মঙ্গলবার সেখান থেকে উদ্ধারও করা হয়েছে আরও ২ জনকে। গোপণ সূত্রে খবর পেয়ে মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে একযোগে অভিযান চালায় মুম্বই পুলিশ (Mumbai Police) এবং মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। এরপরই সেখান থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।
রিপোর্টে প্রকাশ, সম্প্রতি ক্রেতা সেজে মুম্বই বিমানবন্দরে হানা দেয় পুলিশ। সিআইএসএফের (CISF) সাহায্যে বিমানবন্দরে জাল পাতায় পুলিশ। এরপর সেখান থেকেই গ্রেফতার করা হয় ২ জনকে।
আরও পড়ুন: Aryan Khan Drug Case: আরিয়ানের সঙ্গে নবাগতা অভিনেত্রীর 'ড্রাগ চ্যাট', আদালতে নথি জমা এনসিবির
গ্রেফতারির পর মূল অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশের জালে ধরা পড়ার পর নিজের দোষ স্বীকার করে নেয় অভিযুক্ত। মুম্বইয়ের ওই মধু.চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও শুরু হয়েছে খোঁজ।