Mumbai- Live-in Relationship and Murder: খুনের পর সরস্বতীর দেহ টুকরো করে ছবি তোলে মনোজ, দুর্গন্ধ দূর করতে কেনে নীলগিরি তেল

রস্বতী বিদ্যাকে যে মনোজ সাহানি বিয়ে করে মুম্বইয়ের বোরিভালির মন্দিরে, তা তিনি জেরার মুখে স্বীকার করে নেয়। তবে মনোজ এবং বিদ্যার বিয়ের সাক্ষী আরও কেউ ছিলেন কি না, সে বিষয়ে পুলিশ খোঁজ শুরু করেছে।

Mumbai Murder Accused (Photo Credit: ANI)

মুম্বই, ১২ জুন: মুম্বইতে  (Mumbai) সরস্বতী বিদ্যার খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তিন বছরের একত্রবাসের সঙ্গী সরস্বতী বিদ্যাকে খুনের পর তার ছবি তুলে রাখে মনোজ সাহানি। যা দেখে কেঁদে ফেলেন সরস্বতী বিদ্যার এক বোন। মনোজ সাহানির যাতে কড়া শাস্তি হয়, সেই দাবি জানান নিহতের ৩ বোন একসঙ্গে।

পুলিশ সূত্রে খবর, সরস্বতী বিদ্যাকে যে মনোজ সাহানি বিয়ে করে মুম্বইয়ের বোরিভালির মন্দিরে, তা তিনি জেরার মুখে স্বীকার করে নেয়। তবে মনোজ এবং বিদ্যার বিয়ের সাক্ষী আরও কেউ ছিলেন কি না, সে বিষয়ে পুলিশ খোঁজ শুরু করেছে। পাশপাশি জেরার মুখে মনোজ সাহানি একাধিকবার নিজের বয়ান বদলাতে শুরু করেছে বলে খবর।

আরও পড়ুন:  Mumbai- Live-in Relationship and Murder: HIV+ জেনেও সম্পর্ক সরস্বতীর, প্রেমিকাকে 'মেয়ের মত' বলে দাবি মুম্বই খুনে অভিযুক্ত মনোজের

এদিকে সরস্বতী বিদ্যাকে খুনের পর কীভাবে তাঁর দেহ নষ্ট করে ফেলা যায়, সে বিষয়ে সার্চ ইঞ্জিন গুগল খুঁজতে শুরু করে মনোজ সাহানি। সরস্বতী বিদ্যার দেহ ঘরে থাকলে, তা যাতে কেউ টের না পান, সে বিষয়ে তৎপর হয়ে ওঠে মনোজ সাহানি (Manoj Sane)। ফলে স্থানীয় দোকান থেকে নীলগিরি তেল কেনে মনোজ। সেই নীলগিরি তেলের গন্ধে যাতে দুর্গন্ধ ঢাকা পড়ে যায়, সে বিষয়ে তৎপর হয়ে ওঠে মনোজ।