Mukhtar Ansari's Death: মুখতার আনসারির মৃত্যুতে বিরোধীদের তোপ বিজেপির, সুপ্রিম নজরদারিতে তদন্তের দাবি অখিলেশের
বিরোধীরা অপরাধীদের প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিং। বিজেপি নেতার অভিযোগ, মুখতার আনসারি একজন অপরাধী। অথচ তাঁর মৃত্যুর পর সমাজবাদী পার্টি, কংগ্রেস-সহ বিরোধী দলগুলি প্রমাণের চেষ্টা করছে, এককজন অপরাধীর জন্য তাঁদের মনে কত মায়া।
দিল্লি, ২৯ মার্চ: গ্যাংস্টার-রাজনীতিবিদ মুখতার আনসারির মৃত্যু নিয়ে বিরেধীরা যে দাবি করছেন, তা ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা। আনসারির মৃত্যুতে এবার বিরোধীদের বিরুদ্ধে এভাবেই তোপ দাগল বিজেপি। গাজিরুর, মৌ, জৌনপুর, আজমগড়, বালিয়ার মত জায়গাগুলি কীভাবে অপরাধীদের তীর্থক্ষেত্র হয়ে উঠল, তা নিয়ে প্রশ্ন তোলা হয় বিজেপির তরফে। বিষয়টি নিয়ে প্রত্যেককে সতর্ক থাকতে হবে। বিরোধীরা ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে বলেও অবিযোগ করেন বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি।
বিরোধীরা অপরাধীদের প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিং। বিজেপি নেতার অভিযোগ, মুখতার আনসারি একজন অপরাধী। অথচ তাঁর মৃত্যুর পর সমাজবাদী পার্টি, কংগ্রেস-সহ বিরোধী দলগুলি প্রমাণের চেষ্টা করছে, এককজন অপরাধীর জন্য তাঁদের মনে কত মায়া। শুধু তাই নয়, মুখতার আনসারির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। যার জন্য আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। তা সত্ত্বেও বিরোধীরা একজন অপরাধীর হয়ে গলা ফাটাচ্ছে বলে অভিযোগ করেন সিদ্ধার্থ নাথ সিং।
অন্যদিকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের দাবি, মুখতার আনসারির মৃত্যুর কারণ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে একটি কমিটি গঠন করা হোক। মুখতার আনসারির পরিবারের দাবি, গ্যাংস্টার-রাজনীতিবিদকে বিষ প্রয়োগ করে শেষ করা হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে তোলপাড়।