Mother Teresa 22nd Death Anniversary: মাদার মায়ায় আজও আচ্ছন্ন কলকাতা, মমতা ব্যানার্জি থেকে আম জনতার শ্রদ্ধায় চলছে মাদার টেরিজা স্মরণ
আজ বৃহস্পতিবার মাদার টেরিজার ২২-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কলকাতায় তাঁর বাসভবনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে। প্রতিবছর আজকের দিনে নোবেলজয়ী মাদার টেরিজাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে তাঁর ভক্তরা ভিড় করেন ওঁনার কলকাতার বাসস্থানে। আজও তার অন্যথা হয়নি।
কলকাতা, ৫ সেপ্টেম্বর: Mother Teresa 22nd Death Anniversary at Kolkata: আজ বৃহস্পতিবার মাদার টেরিজার (Mother Teresa) ২২-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কলকাতায় তাঁর বাসভবনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে। প্রতিবছর আজকের দিনে নোবেলজয়ী মাদার টেরিজাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে তাঁর ভক্তরা ভিড় করেন ওঁনার কলকাতার (Kolkata) বাসস্থানে। আজও তার অন্যথা হয়নি।
আজ সকালে তাঁর অনুগামীরা ফুল, মোমবাতি নিয়ে গান- বন্দনার মধ্যে দিয়ে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানান। প্রার্থনার সময়ে তাঁরা তাঁর মহৎ কার্যকলাপ স্মরণ করেন। তাঁর গরিব দুঃখী, কুষ্ঠ-যক্ষা রোগীর জন্য সহমর্মিতা, সেবা পরায়ন মানসিকতা সবটাই এই দিন স্মরণ করা হয়। আরও পড়ুন, বলিউডের বাঙালী ভয় 'ভুল ভুলাইয়া টু'-য়ের মুখ দেখায় চমক
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে টুইটারে লেখেন, ' সেন্ট মাদার টেরিজা গরীব দুঃখীদের জন্য অনেক সেবা করেন। তিনি ১৯৯৭ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন। তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তাঁর স্মরণে ইউনাইটেড নেশন আজকের দিনটাকে আন্তর্জাতিক দানশীলতা দিবস হিসেবে গণ্য করে।'
মিশনারিজ অফ চ্যারিটির প্রতিষ্ঠাতা মাদার টেরিজা ২৬ আগস্ট ১৯১০ যুগোস্লোভিয়ায় (Yugoslavia) জন্মগ্রহণ করেছিলেন। গরিব, দুঃখীদের দুঃখে ব্যথিত হয়ে তিনি ১৮ বছর বয়সে গৃহত্যাগ করেন। তাঁদের সেবায় নিজেকে আত্মত্যাগ করেন। টিবি, এইচআইভি, এইডস, কুষ্ঠ ও যক্ষায় আক্রান্ত মানুষকে তখন প্রায় অচ্ছুৎ করে রাখা হত। তাঁরা পেতেন না যথাযথ চিকিৎসা। তাঁদের জন্যই তিনি তৈরী করেন মিশনারিজ অফ চ্যারিটি। মাদার টেরিজার প্রকৃত নাম হল অ্যাগনেস গোনাশা বোজাশিউ (Anjezë Gonxhe Bojaxhiu)। অ্যাগনেস মানে 'একটি ছোট্ট ফুল'।
আজকের এই হিংসা, নিষ্ঠূরতার যুগে মাদার টেরিজার প্রতিটা বাণী যেন নীরব বিপ্লবের কাজ করে। কোনদিন লাভ ক্ষতির হিসেবে না করে দুহাত ভরে শুধু সেবা করে গেছেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)