Monkeypox: মাঙ্কিপক্স নিয়ে আতঙ্ক নয়, সতর্ক থাকুন, আবেদন কেন্দ্রের

রাজ্যসভায় আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কের কোনও জায়গা নেই। সরকার গোটা দেশের পরিস্থিতির উপর নজর রাখছে। মানুষ যাতে সতর্ক থাকেন, সে বিষয়ে নজর রাখতে হবে। সচেতনতাই মাঙ্কিপক্স রুখে দেবে বলেও জানা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

Monkeypox (Photo Credit: File photo)

দিল্লি, ২ অগাস্ট:  কেরলে (Kerala) পরপর ৭ জন মাঙ্কিপক্সে আক্রান্ত। দিল্লিতেও (Delhi) নাইজেরিয়া ফেরৎ এক ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়ে। ভারতের পরপর দুটি অংশে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ায়, মানুষ যাতে আতঙ্কে না ভোগেন, সে বিষয়ে আবেদন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি বলেন, পরিস্থিতির উপর নদর রাখা হয়েছে। তবে কেউ আতঙ্কে ভুগবেন না। কেন্দ্রীয় সরকারের তরফে সব সময় এ বিষয়ে রাজ্য সরকারেের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান মাণ্ডব্য।

রাজ্যসভায় আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কের কোনও জায়গা নেই। সরকার গোটা দেশের পরিস্থিতির উপর নজর রাখছে। মানুষ যাতে সতর্ক থাকেন, সে বিষয়ে নজর রাখতে হবে। সচেতনতাই মাঙ্কিপক্স রুখে দেবে বলেও জানা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন: Monkeypox: কেরলে বাড়ছে সংক্রমণ, UAE থেকে ফিরে মাঙ্কিপক্সে আক্রান্ত আরও এক যুবক

মাঙ্কিপক্স যখন বিশ্বের একাধিক দেশে থাবা বসিয়েছে, সেই সময় এই রোগ রুখতে তৈরি ভারতে। কেরলে মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ ধরা পড়ার আগেই কেন্দ্রীয় সরকার এ বিষয়ে গাইডলাইন প্রকাশ করে, মানুষকে সতর্ক করার কাজ শুরু করে দিয়েছে বলেও আশ্বাস দেন মনসুখ মাণ্ডব্য।