Sukesh Chandrasekhar: ২০০ কোটির আর্থিক তছরূপ মামলা, জ্যাকলিনের বিশেষ বন্ধু সুকেশের সেল থেকে উদ্ধার বিলাসবহুল জিনিষ

Sukesh Chandrasekhar (Photo Credit: ANI/Twitter)

২০০ কোটি আর্থিক তছরূপ মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর Sukesh Chandrasekhar) জেলে রয়েছেন। সুকেশ বর্তমানে রয়েছেন মান্ডোলি জেলে। মান্ডোলি জেলে সুকেশ যে সেলে রয়েছেন, সেখান থেকে উদ্ধার হল একাধিক বিলাসবহুল জিনিষ। যে খবর পাওয়ার পর জেল কর্তৃপক্ষ হাজির হন সুকেশের সেলে। সেখান থেকেই উদ্ধার করা হয় একাধিক বিলাসবহুল দ্রব্য। প্রসঙ্গত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরূপ মামলায় নাম জড়ায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডিজ এবং নোরা ফতেহির (Nora Fatehi)। শুধু তাই নয়, আর্থিক তছরূপ মামলায় নাম জড়ানোর পর জ্যাকলিনের বর্তমানে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা নিয়ে একাধিকবার আদালতের দ্বারস্থও হন বলিউড (Bollywood) অভিনেত্রী।

আরও পড়ুন: Sukesh Chandrashekhar: জ্যাকলিনের 'বিশেষ বন্ধু' সুকেশ চন্দ্রশেখরের অনশন তিহাড় জেলে



@endif