Mob Lynching in Uttar Pradesh: উত্তরপ্রদেশে জমি বিবাদের জেরে প্রাক্তন বিধায়ককে পিটিয়ে খুন

রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় প্রাক্তন বিধায়ক নীরবেন্দ্র মিশ্রাকে গণপিটুনি দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। সম্পত্তির কারণে বিবাদ থেকেই হত্যা করা হয়। তাঁর ছেলেকেও একইভাবে মারা হয়েছে, যারফলে ছেলের অবস্থা সঙ্কটজনক। তাঁরা পালিয়া তেহসিলের ত্রিকোলিয়া পাদুয়ার বাসিন্দা। এই ঘটনার কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

(Representational Image | (Photo Credits: IANS)

লখিমপুর খেরি, ৬ সেপ্টেম্বর: রবিবার উত্তরপ্রদেশের (Uttar pradesh) লখিমপুর খেরি জেলায় প্রাক্তন বিধায়ক নীরবেন্দ্র মিশ্রাকে গণপিটুনি (Mob Lynching) দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। সম্পত্তির কারণে বিবাদ থেকেই হত্যা করা হয়। তাঁর ছেলেকেও একইভাবে মারা হয়েছে, যারফলে ছেলের অবস্থা সঙ্কটজনক। তাঁরা পালিয়া তহসিলের ত্রিকোলিয়া পাদুয়ার বাসিন্দা। এই ঘটনার কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

লখিমপুরের নিধাসন বিধানসভা থেকে তিনবারের বিধায়ক থাকা ৭০ বছর বয়সী নীরবেন্দ্র কুমার মিশ্র ওরফে মুন্না দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিবাদ বাধে। গণপিটুনির মামলাটি আদালতে তোলা হয়েছে। এই ঘটনা ঘটার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ এখনও পর্যন্ত দোষীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। আরও পড়ুন, পিতৃপক্ষ শেষ হওয়ার পরই শুরু হবে রাম মন্দিরের নির্মাণ কাজ

অভিযোগ বিপক্ষের লোকেরা আজ জোর করে বিতর্কিত জমি দখল করতে এসেছিল। তারপরে উভয় পক্ষের মধ্যে লড়াই হয়। বাদবিবাদ শুরু হয়। যার জেরেই খুন। স্থানীয় এলাকাবাসী প্রাক্তন বিধায়কের দেহ নিয়ে প্রতিবাদ শুরু করেছে।