Singer Found Dead: টানা ১২ দিন নিখোঁজ, সেতুর নীচ থেকে উদ্ধার জনপ্রিয় গায়িকার মৃতদেহ

একটি মিউজিক ভিডিয়ো তৈরির জন্য চলতি মাসের প্রথম দিকে ২ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন ওই গায়িকা। এরপর থেকেই ওই গায়িকা নিখোঁজ হয়ে যান। তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এমনই অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে।

Dead Body (Photo Credits: ANI)

দিল্লি, ২৪  মে:  টানা ১২ দিন নিখোঁজ থাকার পর মৃত অবস্থায় উদ্ধার করা হল হরিয়ানার (Haryana) এক জনপ্রিয় গায়িকার (Singer) মৃতদেহ। হরিয়ানার রোহতক জেলার একটি সেতুর নীচ থেকে গায়িকার মৃতদেহ উদ্ধার করা হয়। যা নিয়ে তোলপাড় শুরু হতেই পুলিশ তদন্ত করে। গ্রেফতার করা হয় ২ জনকে। হরিয়ানার ওই জনপ্রিয় গায়িকাকে অপহরণের পর খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

একটি মিউজিক ভিডিয়ো তৈরির জন্য চলতি মাসের প্রথম দিকে ২ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন ওই গায়িকা। এরপর থেকেই ওই গায়িকা নিখোঁজ হয়ে যান। তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এমনই অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। পুলিশ তদন্ত শুরু করতেই গায়িকার মোবাইল ফোন বন্ধ বলে জানতে পারে পুলিশ। তবে তাঁর সঙ্গী রবি নামে এক ব্যক্তির মোবাইল ফোন ট্র্যাক করে ঠিকানা জানতে পারে পুলিশ।

আরও পড়ুন:  Monkeypox: ইউরোপো হু হু করে বাড়ছে মাঙ্কিপক্স, সংক্রমণ ১০০ পার করতেই জরুরি বৈঠক হু-এর

এরপর রোহতকে (Rohtak) সেতুর নীচে একটি মৃতদেহের খোঁজ মিললে, পুলিশ জানায় সেটি হরিয়ানার ওই গায়িকার। রবি এবং তার সঙ্গী ওই গায়িকাকে খুন করেছে বলে পুলিশের জেরায় স্বীকার করেছে বলে খবর।



@endif