Narendra Modi's Video Message: 'সামান্য সাবধানতা বিরাট প্রভাব ফেলতে পারে, অনেক জীবন বাঁচাতে পারে' ভিডিয়ো বার্তা নরেন্দ্র মোদির
"সামান্য সাবধানতাই অনেক জীবন বাঁচাতে পারে।" করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ নিয়ে ভিডিয়ো বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi )। টুইটার একটি ভিডিয়ো পোসট করে প্রধানমন্ত্রী লিখছন, "সামান্য সাবধানতা দারুন প্রভাব ফেলতে পারে এবং অনেকের জীবন বাঁচাতে পারে।" এরপর #IndiaFightsCorona হ্যাশট্যাগ ব্যবহার করে তিনি লিখছেন, "এই আকর্ষণীয় ভিডিয়োটি দেখছেন। যদি আপনার কাছে এমন ভিডিয়ো থাকে যা লোকজনকে শিক্ষিত করতে এবং COVID-19-র সঙ্গে লড়াইয়ের বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে পারে, তবে দয়া করে #IndiaFightsCorona ব্যবহার করে করুন।"
নতুন দিল্লি, ২১ মার্চ: "সামান্য সাবধানতাই অনেক জীবন বাঁচাতে পারে।" করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ নিয়ে ভিডিয়ো বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi )। টুইটার একটি ভিডিয়ো পোসট করে প্রধানমন্ত্রী লিখছন, "সামান্য সাবধানতা দারুন প্রভাব ফেলতে পারে এবং অনেকের জীবন বাঁচাতে পারে।" এরপর #IndiaFightsCorona হ্যাশট্যাগ ব্যবহার করে তিনি লিখছেন, "এই আকর্ষণীয় ভিডিয়োটি দেখছেন। যদি আপনার কাছে এমন ভিডিয়ো থাকে যা লোকজনকে শিক্ষিত করতে এবং COVID-19-র সঙ্গে লড়াইয়ের বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে পারে, তবে দয়া করে #IndiaFightsCorona ব্যবহার করে করুন।"
গতকালই ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালের স্মৃতি উসকে দেশবাসীকে করোনাভাইরাসের সঙ্গে লড়াই করার আবেদন জানান মোদি। রবিবার দেশজুড়ে জনতা কারফিউ পালনের ডাক দিয়েছেন। শুক্রবার ফের একবার আবেদন করলেন সোশাল মিডিয়ায়। মহম্মদ কাইফের (Mohammad Kaif) টুইটকে রিটুইট করে মনে করিয়ে দিলেন ন্যাটওয়েস্ট ট্রফির সেই হার না মানা লড়াইয়ের স্মৃতি। দেশবাসীকে মহম্মদ কাইফ ও যুবরাজ সিং (Yuvraj Singh)-র পার্টনারশিপের উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। আরও পড়ুন: Coronavirus Cases in India: দেশে করোনাভাইরাসে আক্রান্ত বেড়ে ২৭১, সবচেয়ে বেশি মহারাষ্ট্রে
মহম্মদ কাইফ শুক্রবার একটি টুইট করেন। সেখানে প্রধানমন্ত্রীর জনতা কারফিউ পালনের ডাককে সমর্থন করে পোস্ট করেন কাইফ। দেশবাসীকে করোনা রুখতে এগিয়ে আসার আহ্বান জানান প্রাক্তন ক্রিকেটার। সেই উদ্যোগকে প্রশংসা জানিয়ে টুইটটি রিটুইট করেন প্রধানমন্ত্রী। লেখেন, ‘দুই অসাধারণ ক্রিকেটারের সেই অনবদ্য পার্টনারশিপ আজীবন আমরা মনে রাখব। এখন সময় এরকমই আরও এক পার্টনারশিপের। এবার গোটা দেশ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করবে।’
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)