Cachar Shocker: সম্পত্তি নিয়ে বিবাদের জের, প্রতিবেশীর নাবালক পুত্রকে কুপিয়ে খুনের অভিযোগে অসমে ধৃত যুবক

এপ্রসঙ্গে কাছারের পুলিশ সুপার নুমাল মাহাট্টা জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের জেরা করে তথ্য সংগ্রহ করা হয়েছে। আদালতের কাছে অভিযুক্তর বিরুদ্ধে পুলিশের তৈরি করা রিপোর্ট পেশ করা হবে।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কাছার: সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের (Property dispute) জেরে প্রতিবেশীর নাবালক পুত্রকে (Minor boy) কুপিয়ে খুনের (stabbed to death) অভিযোগে ধরা পড়ল যুবক। পাশবিক এই ঘটনাটি ঘটেছে অসমের (Assam) কাছার (Cachar) জেলায়।

পুলিশি সূত্রে জানা গেছে, কাছার জেলার শিলচর শহরে (Silchar) পারিবারিক বিবাদের জেরে সাত বছরের এক নাবালককে খুনের অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আশেপাশের বাসিন্দাদের জেরা করে জানা যায় ওই এলাকার এক যুবকের সঙ্গে জমি নিয়ে বিবাদ ছিল মৃত নাবালকের পরিবারের। সেই নিয়ে গণ্ডগোলের জেরেই অপু মজুমদার নামে ওই যুবক নাবালকটি এলোপাথাড়ি ছুরি দিয়ে আঘাত করেছে বলে অভিযোগ ওঠে।

সঙ্গে সঙ্গে ওই নাবালককে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। কিন্তু, সেখানে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তার।

এপ্রসঙ্গে কাছারের পুলিশ সুপার নুমাল মাহাট্টা জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের জেরা করে তথ্য সংগ্রহ করা হয়েছে। আদালতের কাছে অভিযুক্তর বিরুদ্ধে পুলিশের তৈরি করা রিপোর্ট পেশ করা হবে। আরও পড়ুন: Supreme Court On Same Sex Marriage: সমকামী বিয়ের স্বীকৃতির বিরোধিতা করছে কেন্দ্রীয় সরকার, বলল সুপ্রিম কোর্ট