Home Ministry Summoned WB DGP And Chief Secretary: নাড্ডার কনভয়ে হামলা, রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিবকে তলব স্বরাষ্ট্রমন্ত্রকের
জেপি নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার ঘটনায় কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs) রাজ্য পুলিশের ডিজি (DGP) এবং মুখ্য সচিব (Chief Secretary) আলাপন বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে, সূত্রের খবর এমনই। সূত্রের আরও খবর, রাজ্যপাল জগদীন ধনখর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিস্তারিত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছেন। এরপরই ডিজিপি ও মুখ্যসচিবকে ডেকে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক।
নতুন দিল্লি, ১১ ডিসেম্বর: জেপি নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার ঘটনায় কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs) রাজ্য পুলিশের ডিজি (DGP) এবং মুখ্য সচিব (Chief Secretary) আলাপন বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে, সূত্রের খবর এমনই। সূত্রের আরও খবর, রাজ্যপাল জগদীন ধনখর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিস্তারিত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছেন। এরপরই ডিজিপি ও মুখ্যসচিবকে ডেকে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক।১৪ ডিসেম্বর তাঁদের ডেকে পাঠানো হয়েছে।
গতকাল ডায়মন্ডহারবারে সভায় যাওয়ার পথে শিরাকোলে হামলার মুখে পড়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়। কনভয় থাকা গাড়িগুলিকে লক্ষ্য করে পাথর, ইট ছোড়া হয়। ভাঙচুর করা হয় কৈলাস বিজয়বর্গীয়, অনুপম হাজরা সহ আরও অনেকের গাড়ি। অভিযোগ, বাইকে করে সভায় যাওয়ার পথে মারধরও করা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে। এই ঘটনার পর পরই কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। রাতেই এই বিষয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও জেপি নাড্ডার কনভয়ে কোনও হামলা হয়নি, পরিস্থিতি শান্তিপূর্ণ' বলে টুইটে দাবি করেছে রাজ্য পুলিশ। আরও পড়ুন: JP Nadda's Convoy Attacked: জেপি নাড্ডার কনভয়ে হামলা অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে কেন্দ্র, জানালেন অমিত শাহ
গতকালই কনভয়ে হামলার ঘটনার কড়া নিন্দা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। তিনি বলেন, "আজ বাংলায় জপি নাড্ডাজি-র ওপরে হওয়া আক্রমণ খুব নিন্দনীয়। যতই নিন্দা করা হয় ততই কম। কেন্দ্রীয় সরকার এই আক্রমণকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে। এই স্পনর্সড হিংসার জন্য বাংলার সরকারকে রাজ্যের শান্তিকামী মানুষদের জবাব দিতে হবে।" অমিত শাহ বলেন, "তৃণমূল শাসনের অধীনে বাংলা অত্যাচার, অরাজকতা ও অন্ধকারের যুগে গেছে। তৃণমূলের শাসনে যেভাবে রাজনৈতিক হিংসাকে প্রাতিষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে প্রাতিষ্ঠানিকভাবে চূড়ান্তভাবে আনা হয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সকলের জন্য তা দুঃখজনক ও উদ্বেগজনক।"
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)