MHA Orders States To Follow Coronavirus Lockdown Strictly: লকডাউন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হোক, রাজ্যগুলিকে চিঠিতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের
লকডাউন (Lockdown) ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এ নিয়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবকে চিঠি দিলেন কেন্দ্রের স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা (Union Home Secretary Ajay Bhalla)। চিঠিতে লকডাউন সম্পর্কিত নির্দেশিকা মেনে চলার জন্য বলা হয়েছে। রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে অজয় ভাল্লা লিখেছেন, "লকডাউন ভাঙলে কী শাস্তি হতে পারে তা জানিয়ে জেলাশাসকরা ভারতীয় দণ্ডবিধির বিধানগুলি ব্যাপকভাবে প্রচার করুক। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।"
নতুন দিল্লি, ২ এপ্রিল: লকডাউন (Lockdown) ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এ নিয়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবকে চিঠি দিলেন কেন্দ্রের স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা (Union Home Secretary Ajay Bhalla)। চিঠিতে লকডাউন সম্পর্কিত নির্দেশিকা মেনে চলার জন্য বলা হয়েছে। রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে অজয় ভাল্লা লিখেছেন, "লকডাউন ভাঙলে কী শাস্তি হতে পারে তা জানিয়ে জেলাশাসকরা ভারতীয় দণ্ডবিধির বিধানগুলি ব্যাপকভাবে প্রচার করুক। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।"
আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। লকডাউনের পরের পরস্থিতি মোকাবিলার জন্য কেন্দ্র ও রাজ্যকে একমুখী নির্দিষ্ট পরিকল্পনা ছকে রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী। ফের যাতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার কথাও মোদি মুখ্যমন্ত্রীদের বলেছেন। আরও পড়ুন: Liquor Sale Banned in Kerala Again: চিকিৎসকের প্রেসক্রিপশন মেনে মদ সরবরাহে সায় কেরালা সরকারের, স্থগিতাদেশ দিল হাইকোর্ট
এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে বুধবার ভারতে করোনাভাইরাসে আক্রান্তর সংখ্যা ১ হাজার ৯৬৫। গত ২৪ ঘণ্টায় ১৩১ জনের শরীরে এই মারণ ভাইরাসর উপস্থিতি মিলেছে। ভারতে এখনও পর্যন্ত ৫০ জন মৃত্যু হয়েছে। যার মধ্যে মহারাষ্ট্রে মৃত্যুর সংখ্যা সব থেকে বেশি। মহারাষ্ট্র ৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন শিখ ভক্তিগীতি গায়ক নির্মল সিং। বিদেশ যাত্রার রেকর্ড ছিল তাঁর। বুধবার সন্ধ্যে থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটের সময় তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যদের আইসোলেশনে রাখা হয়েছে। আরও পড়ুন: Sai Hospital Completely Sealed: করোনা রোগীর সঙ্গে বেড শেয়ার করে আক্রান্ত সদ্যোজাত, সিল করা হল মুম্বইয়ের সাঁই হাসপাতাল
এদিকে সকালে গুজরাতে করোনাভাইরাসে আক্রান্ত এক প্রৌঢ়ের (৫২) মৃত্যু হয়েছে। ১৯ মার্চ থেকে তিনি এসএসজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বিদেশযাত্রার রেকর্ড রয়েছে। ভাদোদরার কালেক্টর এস আগরওয়াল জানান, মৃতের পরিবারের চার সদস্যও আক্রান্ত হয়েছেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)