MHA Exempts More Services: আগামী ২০ এপ্রিল থেকে ছাড়ের তালিকা বাড়ালো কেন্দ্র, জানুন আর কী কী সুবিধা পাওয়া যাবে
মঙ্গলবারই আগামী ৩ মে পর্যন্ত দেশে লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ২০ এপ্রিলের পর হটস্পটের বাইরের এলাকাগুলিতে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। সেই ছাড়ের তালিকা বৃহস্পতিবার রাতে আরও বাড়াল কেন্দ্রীয় সরকার।
নতুন দিল্লি, ১৭ এপ্রিল: মঙ্গলবারই আগামী ৩ মে পর্যন্ত দেশে লকডাউন (Lockdown) বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ২০ এপ্রিলের পর হটস্পটের বাইরের এলাকাগুলিতে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। সেই ছাড়ের তালিকা বৃহস্পতিবার রাতে আরও বাড়াল কেন্দ্রীয় সরকার।
গ্রামীণ এলাকায় জল সরবরাহ এবং স্যানিটাইসেশনের কাজ ২০ এপ্রিলের পর করা যাবে। এছাড়া বিদ্যুতের লাইন বসানো, টেলিকম অপটিক্যাল ফাইবার এবং কেবলকে ছাড়ের আওতাভুক্ত করা হল। অনলাইনে ওষুধ ও মুদিখানা সামগ্রীর পাশাপাশি মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, ল্যাপটপ, জামাকাপড় এবং স্কুলের জন্য প্রয়োজনীয় স্টেশনারি সামগ্রী বিক্রি করা যাবে। আরও পড়ুন, লকডাউনে নেই অ্যাম্বুলেন্স; পৌঁছতে পারলেন না হাসপাতালেও, রাস্তার মাঝেই শিশুকন্যার জন্ম দিলেন প্রসূতি
-
- নন-ব্যাংকিং ফিন্যান্স কর্পোরেশন এবং মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনগুলিকে অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে গণ্য করা হল।
- তফশিলি উপজাতির দ্বারা নারকেল, স্পাইস ব্যাম্বু, বাদাম ও কোকোয়া গাছ বসানো এবং জঙ্গল থেকে এই সামগ্রীগুলি সংগ্রহ করাকেও ছাড়ের তালিকায় রাখা হয়েছে।
- ন্যূনতম কর্মচারী সহ হাউজিং ফিনান্স সংস্থাগুলি এবং মাইক্রো ফিনান্স সংস্থাসহ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলি তাদের কার্যক্রম শুরু করতে পারে।
- গ্রামীণ অঞ্চলে জল সরবরাহ এবং স্যানিটেশন অন্তর্ভুক্ত নির্মাণ কার্যক্রম, বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন এবং টেলিকম অপটিকাল ফাইবার এবং কেবলের সঙ্গে সম্পর্কিত কার্যক্রমের অন্তর্ভুক্ত।
বৃহস্পতিবার MHA ১৫ এপ্রিলের নির্দেশিকাগুলির ধারাবাহিকতায় নির্দেশিকা জারি করেছিল। বর্ধিত লকডাউনটি ৩ মে শেষ হবে এবং যেসব অঞ্চলে লকডাউনে নিয়ন্ত্রণ নেই তারা উপরের সুবিধাগুলি লাভ করতে পারবেন। গত ২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনার প্রকোপ বৃদ্ধির হার লক্ষ্য করে সোশ্যাল ডিস্ট্যানসিং তৈরি করার জন্য এই লকডাউন ঘোষণা করেছিলেন।