কুকুর, বিড়ালের মুখোশ পরে জুয়েলারি শোরুমে দুই চোর (Photo: Twitter@sanjusadagopan)

তিরুচিরাপল্লি, ৩ অক্টোবর: একজন পরে আছে বিড়ালের মুখোশ (Masks), আরেকজন কুকুরের। চলছে দোকান থেকে সোনার গয়না লুট। আর গোটা দৃশ্য ধরা পড়েছে CCTV-তে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) তিরুচিরাপল্লিতে (Tiruchirappalli)। মোট ১৩ কোটি টাকার সোনার গয়না দুই চোর নিয়ে গেছে বলে জানিয়েছেন দোকানের মালিক। শোরুমের মালিক কিরণ কুমার বলেন,"প্রায় ৮০০টি সোনা ও প্ল্যাটিনামের গয়না চুরি গেছে।" শোরুমে থাকা CCTV-তে দেখা যাচ্ছে, মুখোশ পরিহিত দুটি লোক দেওয়াল কেটে শোরুমে প্রবেশ করে এবং তার পর বেশ সময় নিয়ে চুরি করে। পুলিশ সন্দেহ করেছে যে তাদের একজন সহযোগী ছিল যে লুটের মাল সংগ্রহের জন্য শোরুমের বাইরে অপেক্ষা করছিল।

তামিলনাড়ুর তিরুচিরাপল্লির বিখ্যাত জুয়েলারি শোরুম লালিতা জুয়েলারি (Lalithaa jewellery showroom)। সেই শোরুমে মঙ্গলবার রাতে দেওয়াল কেটে ঢোকে দুই চোর। তাদের একজনের মুখে ছিল কুকুরের, আরেকজনের মুখে ছিল বিড়ালের মুখোশ। প্রায় ৩০ কেজি ওজনের প্রায় ৮০০টি গয়না নিয়ে চম্পট দিয়েছে তারা। পুলিশ জানিয়েছে, এলাকায় থাকা কুকুরদের তাড়ানোর জন্য তারা লঙ্কারগুড়ো ছড়িয়ে ছিটিয়ে দেয়। জানা যাচ্ছে,শোরুমের পাহারায় থাকে ৬ জন নিরাপত্তা কর্মী। তারপরও শোরুমের ভেতরে প্রায় দেড়ঘণ্টা ছিল দুই চোর। কর্মচারীরা পরদিন সকালে শোরুম খুললে চুরির বিষয়টি সামনে আসে। আরও পড়ুন:  Delhi: উৎসবের মরসুমে হামলা চালাতে পারে কাশ্মীরি বিদ্রোহীরা, সতর্কবার্তা পেয়ে দিল্লির বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি

পুলিশ কমিশনার এ অমলরাজ বলেন,"স্থানীয় পুলিশ আধিকারিকরা ঘটনাস্থানে তদন্তে গেছেন। আমরা কিছু প্রাথমিক তথ্য পেয়েছি। আমরা দোষীদের গ্রেফতার করতে বেশ কয়েকটি দল গঠন করেছি।"


আপনি এটাও পছন্দ করতে পারেন

Eid Ul Fitr 2024: দেশের বিভিন্ন প্রান্তে চলছে নামাজ পাঠ, দিল্লিতে নামাজ পড়লেন বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি(দেখুন ভিডিও)

CAA: 'বিভেদ' তৈরির চেষ্টা, তামিলনাড়ুতে সিএএ কার্যকর হবে না, তোপ স্ট্যালিনর

Vijay Hazare Semi-Final Live Streaming: হরিয়ানা বনাম তামিলনাড়ু, প্রথম সেমিফাইনাল, বিজয় হাজারে ট্রফি; সরাসরি দেখুন

Fire In Humsafar Express: ত্রিরুচিরাপল্লী-শ্রী গঙ্গানগর হামসফর এক্সপ্রেসে আগুন, দেখুন গুজরাটের ভালসাডের ভিডিয়ো

India Beat Pakistan: এশিয়ান চ্যাম্পিয়ানস ট্রফিতে ভারত পাকিস্তানকে হারাতেই গোটা স্টেডিয়াম গাইছে 'বন্দেমাতরম', অপূর্ব ভিডিয়ো

Tamil Nadu: বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে বের হল ৪৭টি জ্যান্ত পাইথন, ২টি টিকটিকি

Heart Attack Kills College Student : ম্যারাথনে দৌড়ে অংশ নেওয়ার পরই ২০ বছর বয়সী কলেজ ছাত্রের হার্ট অ্যাটাকে মৃত্যু

Tamil Nadu: হিজাব পরেছেন কেন? মহিলা চিকিৎসকের সঙ্গে তমুল বিবাদ, গ্রেফতার বিজেপি কর্মী