Measles Outbreak In Mumbai: ফের মৃত শিশু, হাম সংক্রমণে ১৪ জনের মৃত্যুতে আতঙ্ক মুম্বইতে

সোমবারের পাশাপাশি মঙ্গলবারও হু হু করে সংক্রমণ বাড়তে শুরু করে। মঙ্গলবার সকালে ইতিমধ্যেই ২২ জনের সংক্রমিত হওয়ার খবর মেলে। পূর্ব মুম্বইতে সংক্রমণের হার সবচেয়ে বেশি।

Representational image (Photo Credit- ANI)

মুম্বই, ২৯ নভেম্বর: গোটা মুম্বই জুড়ে দাপিয়ে সংক্রমণ ঘটাচ্ছে হাম (Measles)। হামের জোরদার সংক্রমণের জেরে মুম্বইতে ১ শিশুর মৃত্যু হয়। হামে সংক্রমণের পরপরই বছর খানের ওই শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে খবর। ফলে মুম্বইতে হাম সংক্রমণের জেরে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে বলে বিএমসি (BMC) সূত্রে খবর।  বিএমসির খবর অনুযায়ী, সোমবার মুম্বইতে (Mumbai) সংক্রমণের মাত্রা হু হু করে বাড়তে শুরু করে। ফলে সোমবার মুম্বইয়ের হাসপাতালে মোট ৭৮ জনকে ভর্তি করা হয়। পাশাপাশি চিকিৎসার পর সুস্থ অবস্থায় সোমবার ৪৮ জনকে হাসপাতাল থেকে ছাড়া হয় বলে খবর। 

আরও পড়ুন:  Measles Outbreak in Mumbai: মুম্বইতে হু হু করে ছড়াচ্ছে হাম, সংক্রমিত ১২৬, মৃত্যু এক শিশুর

সোমবারের পাশাপাশি মঙ্গলবারও হু হু করে সংক্রমণ বাড়তে শুরু করে। মঙ্গলবার সকালে ইতিমধ্যেই ২২ জনের সংক্রমিত হওয়ার খবর মেলে। পূর্ব মুম্বইতে সংক্রমণের হার সবচেয়ে বেশি। এর আগে গত বুধবার ৮ মাসের এক শিশুর মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই বিএমসি আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ আরও গাঢ় হতে শুরু করে। সবকিছু মিলিয়ে মুম্বইতে হাম সংক্রমণ ক্রমশ বাড়তে শুরু করেছে। ফলে একের পর এক শিশু মৃত্যুর ঘটনাও চোখে পড়ছে।

হামের সংক্রমণ রুখতে যাতে প্রত্যেক শিশুর টিকাকরণ করা হয়, সে বিষয়ে সতর্কতা জারি করা হয় বিএমসির তরফে। ৯ মাস থেকে ৫ বছর বয়সী পর্যন্ত শিশুদের যাতে হামের টিকা দেওয়া হয়, সে বিষয়ে প্রত্যেক বাবা-মাকে সতর্ক থাকতে হবে বলে জানানো হয় বিএমসির তরফে।