Randhir Jaiswal: লেবাননে ইজরায়েলের হামলা, ভারতীয়দের নিয়ে চিন্তায় বিদেশমন্ত্রক

শুক্রবারের সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, লেবাননে এই মুহূর্তে ২ থেকে ৩ হাজার ভারতীয় রয়েছেন। ভারতের দূতাবাসের তরফে লেবাননে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে সমানে যোগাযোগ করা হচ্ছে।

MEA Spox Randhir Jaiswal (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২৮ জুন: হামাস (Hamas) জঙ্গিদের খতম করার উদ্দেশে গাজায় (Gaza) এক নাগাড়ে হামলা শুরু করে ইজরায়েল। গাজায় হামলার মাঝে এবার জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে লেবাননেও হামলা চালানো হচ্ছে বলে দাবি বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) সরকারের। সম্প্রতি দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রামে হামলা চালায় আইডিএফ। যা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হতেই এবার লেবানন সীমান্তে সেনা জড়ো করছে ইজরায়েল। ফলে লেবাননে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে, সেখানে বসবাসকারী ভারতীয়দের চিন্তায় ভারত।

শুক্রবারের সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, লেবাননে এই মুহূর্তে ২ থেকে ৩ হাজার ভারতীয় রয়েছেন। ভারতের দূতাবাসের তরফে লেবাননে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে সমানে যোগাযোগ করা হচ্ছে। এই মুহূর্ত লেবাননে ভ্রমণ নিয়ে কোনও সতর্কতা বা উপদেশ জারি করা হয়নি। তবে লেবাননে বসবাসকারী ভারতীয়রা যাতে সব সময় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখে, সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান রণধীর জয়সওয়াল।