Pravasi Bhartiya Kendra Renamed As Sushma Swaraj Bhawan: জন্মদিনে শ্রদ্ধা, দিল্লির প্রবাসী ভারতীয় কেন্দ্র এখন থেকে সুষমা স্বরাজ ভবন
প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের স্মরণে দুটি সরকারি ভবনের নতুন নামকরণ হতে চলেছে। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হল, আগামী কাল অর্থাৎ শুক্রবার থেকে দিল্লির প্রবাসী ভারতীয় কেন্দ্রের নতুন নাম হচ্ছে সুষমা স্বরাজ ভবন (Sushma Swaraj Bhawan)। একই ভাবে ফরেন সার্ভিস ইনস্টিটিউটের সঙ্গেও জুড়ে প্রাক্তন বিদেশমন্ত্রীর নাম।
নতুন দিল্লি, ১৩ ফেব্রুয়ারি: প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের স্মরণে দুটি সরকারি ভবনের নতুন নামকরণ হতে চলেছে। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হল, আগামী কাল অর্থাৎ শুক্রবার থেকে দিল্লির প্রবাসী ভারতীয় কেন্দ্রের নতুন নাম হচ্ছে সুষমা স্বরাজ ভবন (Sushma Swaraj Bhawan)। একই ভাবে ফরেন সার্ভিস ইনস্টিটিউটের সঙ্গেও জুড়ে প্রাক্তন বিদেশমন্ত্রীর নাম।
এদিন এই নামকরণ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের তরফে সংবাদ সংস্থা এএনআই-কে একটি বিবৃতিও দেওয়া হয়। প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মন্ত্রকের কাজে অমূ্ল্য অবদান রেখেছেন। তাই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিদেশ মন্ত্রক একই সঙ্গে প্রবাসী ভারতীয় কেন্দ্র ও ফরেন সার্ভিস ইনস্টিটিউটের নাম বদলে তাঁর নামে করা হচ্ছে। আগামী কাল ১৪ ফেব্রুয়ারি প্রাক্তন বিদেশমন্ত্রী শ্রীমতী সুষমা স্বরাজের জন্মদিন। তাই তাঁর কাজের প্রতি শ্রদ্ধা জানাতে জন্মদিনের আগের দিনটিই বেছে নেওয়া হল। শুধু শ্রীমতী স্বরাজের প্রতিই শ্রদ্ধা জ্ঞাপন নয়, তালিকায় রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী শ্রী অরুণ জেটলিও। তাঁর নামানুসারে ফরিদাবাদের এনআইএফএম এখন থেকে অরুণ জেটলি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট। আরও পড়ুন-Rajya Sabha Official Took Swipes At PM Modi: সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে বিদ্রূপের শাস্তি, ডেপুটি ডিরেক্টরের পদ খুইয়ে হলেন নিরাপত্তা কর্মী
গত ৬ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। শারীরিক অসুস্থতার কারণেই ২০১৯-এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি। এমনকী মৃত্যুর আগের দিন অর্থাৎ ৫ আগস্ট। সেদিনও টুইট বার্তায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন শ্রীমতী স্বরাজ। উপলক্ষ ছিল জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ এবং উপত্যাকার বিশেষ অধিকার খর্ব করা।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)